প্রস্তুতি ম্যাচটা ভাল হয়নি বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ শুরুর আগে এটি নিশ্চিত সতর্ক বার্তা। কিন্তু ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে আশাবাদী মুশফিকুর রহীম। আসল লড়াইয়ের আগে টেস্ট অধিনায়ক বললেন, ‘অবশ্যই ফ্লাট উইকেট সফরকারীদের জন্য কঠিন হবে। কিন্তু এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা।’
তবে মুশফিক জানিয়ে রাখলেন দক্ষিণ আফ্রিকার উইকেটে সাফল্য পাওয়া সহজ নয়। তার কথা, ‘আমরা জানি এখানকার কন্ডিশন কতটা কঠিন হয় সফরকারীদের জন্য। এখানকার উইকেট ক্ষণে ক্ষণে আচরণ বদলায়। তাদের সেরা দলটিই আমাদের বিপক্ষে খেলবে। এজন্য সতর্ক হয়েই মাঠে নামতে হবে আমাদের।’
প্রোটিয়াদের পেস সহায়ক উইকেটে মানিয়ে নিতে বললেন সতীর্থদের। মুশফিক জানালেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে অতিথি দেশ পেস সহায়ক উইকেটের কারণে সমস্যায় পড়ে। এ অবস্থায় আমাদের সেরাটা দিতে তৈরি হতে হবে।
আর আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই, এই ধরনের কন্ডিশনেও আমরা ভালো খেলতে পারি। দক্ষিণ আফ্রিকা শক্তিশালী হলেও এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা।’ প্রোটিয়াদের দলে ইনজুরির মিছিল। ব্যাপারটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। জানালেন ‘কন্ডিশনের সঙ্গে দ্রুতই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা। তাদের সেরা তারকা এবিডি ভিলিয়ার্স, ডেল স্টেইন ও ভ্যারন ফিল্যান্ডারের না থাকাটা সম্ভবত আমাদের কিছুটা হলেও এগিয়ে রাখবে।’
দক্ষিণ আফ্রিকা পেস সহায়তক হলেও সেখানে টাইগার স্পিনাররা সাফল্য পাবে বলেই মনে করেন মুশফিক। তবে সবার আগে পরিস্থিতি আর পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়াতেই তাগিদ দিলেন তিনি। সফরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
Discussion about this post