ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
৪৬ দিনে ৪৮ ম্যাচের লড়াই শেষ! লর্ডসে ফাইনালে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ফাইনালিস্ট দুই দলের জন্যই থাকছে মোটা অঙ্কের প্রাইজমানি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি এরইমধ্যে জানিয়েছে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ৩৪ কোটি টাকা।
এবারের বিশ্বকাপের মোট প্রাইজমানি ১০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৮৫ কোটি টাকা!
টুর্নামেন্টে রানার্সআপ দল পাবে ২ মিলিয়ন ডলার অর্থ পুরস্কার। ১৭ কোটি টাকা মিলবে ফাইনালে বিজিত দলের।
অন্যদিকে সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া ভারত ও অস্ট্রেলিয়া পাচ্ছে ৮ লাখ ডলার করে। প্রায় ৬ কোটি ৮০ লাখ টাকা করে তুলে দেওয়া হবে বিরাট কোহলি ও অ্যারন ফিঞ্চদের হাতে। বাংলাদেশসহ অন্য যে ৬ দল রাউন্ড রবিন লিগ খেলেই বাদ পড়েছে তারা পাবে- ১ লাখ ডলার করে। ৮৫ লাখ টাকা যোগ হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টে।
বিশ্বকাপসহ অন্য দলগুলো আরো পাবে প্রতিটি ম্যাচ জয়ের জন্য প্রাইজমানি। প্রথম পর্বের একটি ম্যাচে জেতার জন্য দেওয়া হয়েছে ৪০ হাজার ডলার। প্রায় ৩৪ লাখ টাকা!
Discussion about this post