আট বছর পর আবারও মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যা ক্রিকেট ভক্তদের কাছে মিনি-বিশ্বকাপ নামে পরিচিত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল, যেখানে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
বিশ্ব ক্রিকেটের বড় কোনো আসর মানেই উত্তেজনাপূর্ণ ধারাভাষ্য, যা দর্শকদের ম্যাচের সঙ্গে আরও বেশি সংযুক্ত করে। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাভাষ্য প্যানেল গড়ে তোলা হয়েছে অভিজ্ঞ ও জনপ্রিয় কণ্ঠগুলোকে নিয়ে। আইসিসি ঘোষিত এই প্যানেলে রয়েছেন নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপের মতো কিংবদন্তি ধারাভাষ্যকাররা। তাদের সঙ্গে থাকছেন বিশ্বকাপজয়ী রবি শাস্ত্রী, ম্যাথু হেইডেন, ওয়াসিম আকরাম, অ্যারন ফিঞ্চ, রমিজ রাজা ও সুনীল গাভাস্কারের মতো তারকারা।
আইসিসি প্রকাশিত ধারাভাষ্যকারদের এই প্যানেলে আছেন- নাসের হুসেইন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপদের মতো বিশ্বসেরা ধারাভাষ্যকার। তাদের সঙ্গে বিশ্বকাপজয়ী বেশ কয়েকজন সাবেক তারকাও আছেন এ লিস্টে-রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, মেল জোন্স, ওয়াসিম আকরাম ও সুনীল গাভাস্কার।
এছাড়া হার্শা ভোগলে, মাইকেল আথারটন, এমপুমেলেলো এমবাংওয়া, কাস নাইডু, ডেল স্টেইন, বাজিদ খান, দীনেশ কার্তিক, ক্যাটি মার্টিন, শন পোলক, আতহার আলী খান ও ইয়ান ওয়ার্ড ও সাইমন ডুল থাকবেন ম্যাচের বিশ্লেষণে।
বাংলাদেশের জন্য বড় খবর হলো, এই তারকাবহুল তালিকায় জায়গা করে নিয়েছেন দেশের প্রখ্যাত ধারাভাষ্যকার আতহার আলী খান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অংশ হয়ে থাকা আতহার আলী আন্তর্জাতিক আসরে ধারাভাষ্যের মাইক্রোফোন হাতে তুলে নিয়ে বরাবরের মতোই দেশের প্রতিনিধিত্ব করবেন।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের দুই টিভি চ্যানেল-টি স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইন প্ল্যাটফর্ম থেকে খেলা দেখতে চাইলে দর্শকরা টফি অ্যাপে লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন।
Discussion about this post