ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রস্তুতির পালা শেষ। এবার মাঠের লড়াই। শনিবার ভোরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে লড়বে বাংলাদেশ। হ্যামস্ট্রিং ইনজুরির ধাক্কা সামলে প্রস্তুত অধিনায়ক তামিম ইকবাল। তার খেলা নিয়ে নেই কোন শঙ্কা।
এমআরআই রিপোর্টে খারাপ কিছু আসেনি বাংলাদেশ অধিনায়কের। খোদ তামিম বৃহস্পতিবার জানিয়ে দিলেন, প্রথম ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা প্রবল। জুম মিটিংয়ে সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে তামিম বলছিলেন, ‘আশা করছি প্রথম ম্যাচ থেকেই খেলবো। আমার দুটি সমস্যা ছিল। শেষটা হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিংয়ের অবস্থা এখন ভালো। আজ প্রস্তুতিতে ছিলাম। আগামীকালও প্রস্তুতিতে থেকে সব ধরনের কাজ করবো।’
এরমধ্যে বৃহস্পতিবার নেটে সময় কাটালেন তামিম। ব্যাটিংয়ে স্বাচ্ছন্দ্য আছে। তাইতো আত্মবিশ্বাসী এই তারকা ব্যাটসম্যান বলেন, ‘খেলার সম্ভাবনা অনেক বেশি। আজ ভালো অনুশীলন করেছি। কাল পূর্ণ শক্তি ও ছন্দে অনুশীলন করবো। আমি আশাবাদী প্রথম ম্যাচে খেলার জন্য।’
এর আগে মঙ্গলবার কুইন্সটাউনে বাংলাদেশ স্কোয়াড দুই ভাগে প্রস্তুতি ম্যাচে অংশ নেয়। কিন্তু ইনজুরির কারণে তামিম ম্যাচে খেলতে পারেননি। এরমধ্যে বৃহস্পতিবার অনুশীলনে ফিরলেও ছিলেন বেশ সতর্ক। জোর দিয়ে কাজ করেননি। তবে শনিবার মাঠে নামার আগের দিন শুক্রবার অনুশীলনে নিজেকে দেখে নেবেন অধিনায়ক।
এদিকে দুঃসংবাদ হলো-তামিম কিউই সফরে খেলবেন না টি-টুয়েন্টিতে। বৃহস্পতিবার জুম সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি টি-টোয়েন্টি সিরিজে থাকব না। নিউজিল্যান্ডে আসার আগেই কোচ ও নির্বাচকদের বলেছি এটা। ব্যক্তিগত কারণে টি-টুয়েন্টি সিরিজটি খেলতে পারব না। দলের জন্য শুভকামনা থাকবে। ওয়ানডে অধিনায়ক হিসেবে আশা করব টি-টুয়েন্টিতে দল ভালো করবে।’
২০ মার্চ ডানেডিনে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশের। ২৩ মার্চ ক্রাইস্টচার্চ ও ২৬ মার্চ ওয়েলিংটনে কিউইদের বিপক্ষে বাকি দুই ওয়ানডে। তারপরই তিনটি টি-টুয়েন্টি আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।
Discussion about this post