ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২০২০ সালের জুন-জুলাইয়ে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। খেলবে দুটি টেস্ট ম্যাচ। খবরটি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) হেড অব ক্রিকেট অপারেশন্স পিটার রোচ।
যদিও এ বছরের অক্টোবরেই অস্ট্রেলিয়াকে নিয়ে টি-টুয়েন্টি সিরিজও আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ। তবে ভারতের অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সিরিজটি পিছিয়ে নেওয়া হয়েছে ২০২১ সালে।
রোচ বজানালেন, ‘দেখুন, ২০২০ সালের জুনে বাংলাদেশ সফরের ব্যাপারে আমরা ইতিবাচক। দুই দেশের বোর্ড মনে করে মূল সূচি থেকে নতুন সিরিজের সময় আরও বেশি উপকৃত করবে। দুর্দান্ত একটি সিরিজের অপেক্ষায় রয়েছি।’
অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে ২-২ ব্যবধানে সিরিজ শেষ করা অজিদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমান অবস্থান চতুর্থ। গ্রীষ্মে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্টের পর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। তারপরই বাংলাদেশ সফর।
২০১৭ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছিল অজিরা। তখন টাইগাররা প্রথম টেস্ট জয়ের পর সিরিজে ১-১ ব্যবধানে সমতায় শেষ করেছিল।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান বলেছিলেন, ‘আমরা ২০২০ সালে ফেব্রুয়ারিতে দুই টেস্ট আয়োজন করতে চেয়েছিলাম। তবে এখন এটি জুন-জুলাইয়ে খেলা হবে। এছাড়া অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে ২০ ওভারের সিরিজ খেলার কথা ছিল। তবে ভারতের টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে তারা আমাদের সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি খেলতে রাজি হয়েছে। যদিও এখনও দিন-তারিখ চূড়ান্ত করা হয়নি।’
Discussion about this post