উত্তেজনায় ঠাসা এক ম্যাচ। যেখানে ২ বল বাকী থাকতে নিশ্চিত হলো এক দলের জয়। থিসারা পেরেরা কুমিল্লা ভিক্টোরিয়ানসকে এনে দিয়েছিলেন চ্যালেঞ্জিং সংগ্রহ। তারপর চিটাগং ভাইকিংসের হয়ে দারুণ শুরু মোহাম্মদ শাহজাদের।তবে জয়ের নায়ক মুশফিকুর রহীম। তার ব্যাটিংয়ের হাসিমুখে মাঠ ছাড়ল বন্দরনগরীর দলটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রোববারের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে চিটাগং। অধিনায়ক মুশফিকই গড়ে দিলেন ব্যবধান। ম্যাচে ১৮৫ রানের টার্গেটে নেমে ২ বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর করে চিটাগং। এবারের বিপিএলে এটিই সর্বোচ্চ রান টপকে জয়।
রোববার রাতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে কুমিল্লা। দ্রুত তামিম ইকবালকে হারায় তারা। এরপর এনামুল হকও তার পিছু নেন। ২১ বলে ২৪ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস।
এভিন লুইস ৩৪ বল ৩৮ করে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। আর ২০ বলে ফিফটি তুলে নেওয়া ৮ ছক্কা ও তিন চারে ২৬ বলে অপরাজিত থাকেন ৭৪ রানে থিসারা। মোহাম্মদ সাইফ উদ্দিন ১৯ বলে অপরাজিত ২৬ রান।
জবাবে নেমে মোহাম্মদ শাহজাদ ও ক্যামেরন ডেলপোর্ট করেন ৫৮ রানের জুটি। শাহজাদ ফিরেন ২৭ বলে ৪৬ রানে। আর অধিনায়ক মুশফিক শেষ ২৪ বলে ৫৩ রানের লক্ষ্যটাও পূরণ করে দেন। ৪১ বলে ৭ চার ও চার ছক্কায় ৭৫ রান করেন মুশফিক।
সংক্ষিপ্ত স্কোর-
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ২০ ওভারে ১৮৪/৫ (তামিম ০, লুইস আহত অবসর ৩৮*, এনামুল ১০, ইমরুল ২৪, ডসন ২, আফ্রিদি ২, সাইফ ২৬*, থিসারা ৭৪*; ফ্রাইলিঙ্ক ৪-১-৪৯-১, নাঈম ৪-০-২০-০, ৩-০-, আবু জায়েদ ৪-০-৪১-১, খালেদ ৪-০-৩৪-৩, মোসাদ্দেক ২-০-১৩-০, সানজামুল ২-০-২৫-০)
চিটাগং ভাইকিংস: ১৯.৪ ওভারে ১৮৬/৬ (শাহজাদ ৪৬, ডেলপোর্ট ১৩, ইয়াসির ৪, মুশফিক ৭৫, নাজিবউল্লাহ ১৩, মোসাদ্দেক ১২, ফ্রাইলিঙ্ক ৯*, নাঈম ১; আবু হায়দার ৩-০-৩০-০, মেহেদি ৪-০-৩০-১, সাইফ ৪-০-৪৫-৩, ডসন ২.৪-০-৩৪-০, আফ্রিদি ৪-০-১৫-১, থিসারা ২-০-২৮-০)
ফল: চিটাগং ভাইকিংস ৪ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: মুশফিকুর রহীম।
Discussion about this post