তারা দু’জনই যে দেশসেরা জুটি, সেটা আরো একবার প্রমান হয়ে গেল। সবচেয়ে বড় কথা পরিসংখ্যান কিন্তু মিথ্যে বলে না। সেই তথ্য বলছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় জুটি হিসেবে ৪ হাজার রানের মাইলফলক টপকে গেছেন তামিম ইকবাল এবং ইমরুল কায়েস জুটি।
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সেই ল্যান্ডমার্ক ছুঁতে প্রয়োজন ছিল মাত্র ৫ রান। কিন্তু দু’জন মিলে গড়েন ১০২ রানের জুটি। তাইতো এখন তামিম-ইমরুল জুটিতে দাঁড়াল ৪০৯৭ রান।
পরিসংখ্যান জানাচ্ছে- তিন সংস্করণ মিলিয়ে ৪ হাজার রান করেছেন বাংলাদেশের আর একটি জুটি। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান জুটি করেছেন ৪২৪১ রান। এই জুটি ইনিংস সংখ্যা একটু বেশি, ১২৪টি। তামিম-ইমরুল জুটি খেলেছেন ১০৮ ইনিংস।
এমন একটা ম্যাচেও অবশ্য শনিবার দল সাফল্য পায়নি। ৮ উইকেটের বড় হারে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার টি-টুয়েন্টির লড়াই। তারপরই ২ ম্যাচের টেস্ট সিরিজ।
Discussion about this post