অবশেষে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পুরস্কার মিলল। অবশ্য অন্যভাবে বলা যায় সাকিব আল হাসানের ইনজুরিতেই কপাল খুলেছে আব্দুর রাজ্জাকের। দীর্ঘ চার বছর জাতীয় দলের দরজা খুলল এই বাঁহাতি স্পিনারের। কিছুদিন আগেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হয়ে প্রথম শ্রেণিতে ৫০০ উইকেটের মাইলফলকে পা রাখলেন তিনি। সাফল্যের সেই রেশটা তরতাজা থাকতেই রোববার সুখবর পেলেন রাজ্জাক। টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সাকিব আল হাসানের বদলি হিসেবে নেওয়া হয়েছে বাঁহাতি এ স্পিনারকে। জানালেন- প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ফোন করে রাজ্জাককে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে বলেছেন। রাজ্জাক বলেন, ‘হঠাৎ পাওয়া এই ডাকে আমি খুবই খুশি। আমি ভাবতে পারিনি এভাবে জাতীয় দলে আসব। আমি খেলার মধ্যেই ছিলাম। বিসিএল খেললাম। খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। শারীরিকভাবেও ফিট আছি।’
শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ জানুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। যে কারণে রোববার রাতেই বন্দর নগরীতে টেস্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন রাজ্জাক। ১২ টেস্টে ২৩ উইকেট নিয়েছেন রাজ্জাক। ২০১৪ সালে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের হয়ে সাদা পোশাকে তাকে দেখা গিয়েছিল মাঠে।
Discussion about this post