যতোই দিন যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা বাড়ছে বাংলাদেশ ক্রিকেট দলের। সামনের বছরগুলোতে আরও ঠাসা সূচি টাইগারদের। ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট তেমনটাই জানাচ্ছে। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী আগামী চার বছরে মোট ৩৪ টেস্ট খেলবে বাংলাদেশ।
২০২৩-২০২৭ মোট দুই চক্রের জন্য বাংলাদেশের ওয়ানডে এবং টি-টুয়েন্টির ম্যাচ সংখ্যাও নিশ্চিত করেছে ক্রিকইনফো। জানা গেছে এই চার বছরে মোট ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে এবং ৫১ টি-টুয়েন্টিসহ মোট ১৪৪ ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল। এই সময়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ পাবে টাইগাররা। সন্দেহ নেই এটিই তাদের প্রিয় ফরম্যাট। বাংলাদেশের পর দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ ওয়ানডে খেলার সুযোগ পাবে শ্রীলঙ্কা।
আগামী চার বছরে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি করে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত এই ৪ বছরে এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) অনুযায়ী ১২টি দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল।
২০২৩ থেকে ২০২৭ সাল-আইসিসির পরবর্তী দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে সবচেয়ে বেশি ৪২ ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপরই আছে অস্ট্রেলিয়া (৪১)। তারপর ভারত (৩৮)। ৩৪ টেস্ট খেলার সুযোগ পাবে বাংলাদেশ। নিউজিল্যান্ড খেলবে ৩২টি ম্যাচ। তবে এর বাইরেও দুই বোর্ড আলোচনা করে নিজেদের মধ্যে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়াতে পারবে।
Discussion about this post