ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্রিস গেইল বলেই সম্ভব। যিনি টি-টুয়েন্টি ক্রিকেটের সেরা বিজ্ঞাপন। ইউনিভার্সাল বস! সেই তারকা এবার নতুন উচ্চতায়। আরেকটি বিস্ময়কর রেকর্ডের জন্ম দিলেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে চার-ছক্কা মিলিয়ে করে ফেললেন ১০ হাজার।
১০২৭টি চার মেরেছেন। তুলেছেন ৪,১০৮। ছক্কা ৯৮৩টি। সব মিলিয়ে ৫,৮৯৮ রান। মোট রান ১০,০০৬।
এমন অবিশ্বাস অর্জন টি-টুয়েন্টি ক্রিকেটে প্রথম। অবশ্য তারও অনেক আগে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানে পা রাখেন গেইল। এখন সব মিলিয়ে ৪০৫ ম্যাচে ২২ সেঞ্চুরি ও ৮৩ হাফ-সেঞ্চুরিতে তুলেছেন ১৩,৩৪৯ রান।
বৃহস্পতিবার আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ৪৫ বলে ১ চার ও ৫ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলার নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়।
তবে ২০ ওভারের ক্রিকেটে গেইল ছাড়াও ১০ হাজার রানের মালিক ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও পাকিস্তানের শোয়েব মালিক। পোলার্ড ৫১৯ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৫১টি হাফ-সেঞ্চুরিতে ১০,৩৮১ রান করেছেন। ৬৬৫টি চার ও ৬৮৫টি ছক্কা তার সংগ্রহে। কিছুদিন আগেই ১০হাজার রান ক্লাবের সদস্য হয়েছেন শোয়েব মালিক। ক্যারিয়ারে সেঞ্চুরি নেই তার। ৬২ হাফ সেঞ্চুরি, ৭৯০টি চার ও ২৯৯টি ছক্কা, ১০,০৭৭ রান।
Discussion about this post