ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বয়স ৩২। তারপরও ব্যাট হাতে দাপটের সঙ্গেই খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। তারপরও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন এ ডানহাতি। তিনি এখনো মনে করেন সেরা দেওয়া বাকি। সেটা করতেই আসন্ন ভারত সফর থেকেই আর টেস্টে উইকেটকিপিং করবেন না এ তারকা ব্যাটসম্যান। ব্যাপারটি নিয়ে এরইমধ্যে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে আলোচনা করেছেন সাবেক এ অধিনায়ক।
মুশফিক অবশ্য সব সময়ই দলের প্রয়োজনে উইকেটের পেছনে দাঁড়াতেই পছন্দ করেন। কিন্তু ক্যারিয়ারের কথা চিন্তা করে আপাতত টেস্টে আর এ দায়িত্ব পালন করতে চাইছেন না তিনি, ‘টেস্টে আর উইকেটকিপিং করতে একেবারেই আগ্রহী নই। সামনে অনেক ম্যাচ রয়েছে। আর আমি তিন ফরম্যাটেই খেলি। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলি। এই সব কিছু ভেবেই মনে হচ্ছে বড্ড বেশি বোঝা চাপছে। আমি দীর্ঘদিন খেলতে চাই। আর সেই কারণেই এ ব্যাপারে ভাবতে হচ্ছে।’
ক্যারিয়ারের শুরু থেকে দারুণ ফিট মুশফিক। গত ৫ বছর পেছনে ফিরে তাকালে সেটা আরও স্পষ্ট হয়। যে কারণে এ তারকা প্রায় একটানায় রয়েছেন খেলার মধ্যে। স্বাভাবিকভাবেই কিছুটা ওয়ার্ক লোড হয়ে যায় তার। যা কমাতেই এবার তিনি টেস্ট উইকেটকিপিং থেকে সরে দাঁড়াতে চাইছেন, ‘গত ৫ বছরে চোট না পেলেও আমি কিন্তু তেমন বিশ্রামও পাইনি। ভবিষ্যতে এমন যদিও হতেই পারে যে, দুটো সিরিজে বিশ্রাম নিতে হল। কোনও সিরিজ মিস করার চেয়ে আমি বরং ওয়ার্কলোড কমিয়ে দিতে চাইব। আর তা সম্ভব হবে টেস্টে কিপিং না করলেই।’
একজন ভালো ব্যাটসম্যান হলেও মুশফিকের কিপিং নিয়ে সমালোচনা রয়েছে। যা মুছতেই কি এবার নিজ ইচ্ছায় নিজের পছন্দের জায়গা থেকে টেস্টে সরেন দাঁড়ালেন তিনি? এ ব্যাপারে মুশি বলেন, ‘সমালোচনা আমার কাছে নতুন নয়। আর গত এক বছর ধরেই এটা ঘটছে, এমন নয়। প্রত্যেকেই তো আর সাকিবনয় যে ব্যাট ও বলে দুই বিভাগেই ১০০ ভাগ দেবে। হয়ত আমার ব্যাটিং ও কিপিং দুটো সমপর্যায়ের নয়। আমার দিক থেকেও ঘাটতি থাকতে পারে। যদি তেমন হয়, তবে সব ফরম্যাট থেকেই কিপিং ছেড়ে দেব।’
কিপার হিসেবে মুশির ব্যাটিং রেকর্ড ভালো। তাই তিনি বলছেন, ‘এমন মোটেই নয় যে উইকেটকিপিং করেও ভাল খেলতে পারব না। দুটো ডাবল সেঞ্চুরি কিন্তু কিপিং করেই এসেছে। টেস্টে সব সেঞ্চুরিই সেই ভাবে এসেছে। কিপার হিসেবে আমার ব্যাটিং রেকর্ড মনে হয় ভালই। আর কিপার থাকলে পিছন থেকে সব কিছু নজরে আসে আর সেটা ব্যাটিংয়ে সাহায্য করে বলে অনুভব করি।’
Discussion about this post