দলের কঠিন সময়ে হাল ধরেছিলেন। সোমবারও শ্রীলঙ্কান ইনিংসের বেশিরভাগ সময়টা লড়াই করলেন। এক পর্যায়ে দিনেশ চান্দিমাল-অ্যাঞ্জোলো ম্যাথুজ গড়লেন বড় জুটি। দু’জনই আবার তুলে নিলেন সেঞ্চুরি। তাতেই ভারতের দেওয়া প্রথম ইনিংসের ৫৩৬ রানের লক্ষ্যটা বেশ কমিয়ে আনলেন তারা।
চতুর্থ উইকেটে ম্যাথুজ-চান্দিমাল ১৭৯ রানের জুটি গড়েন। এরমধ্যে ম্যাথুজের অবদান ১১১ রান। শেষ পর্যন্ত এ ডানহাতি সাজঘরে ফিরে গেলেও ঠিকই ১৪৭ রানে অপরাজিত রয়েছেন চান্দিমাল। মূলত তাদের ব্যাটে ভর করে দিল্লি টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৯ উইকেটে ৩৪৩ রান। এখনো স্বাগতিকদের চেয়ে লঙ্কানরা পেছনে ১৮০ রানে।
৩ উইকেটে ১৩১ নিয়ে ব্যাটিং শুরু করেন চান্দিমাল (২৫*) ও ম্যাথুজ (৫৭*)। দু’জনই সোমবার ছিলেন রান তোলায় মনোযোগ। গড়ে তোলেন ১৭৯ রানের দুর্দান্ত জুটি। মূলত তাদের ব্যাটে ভর করে ফলোয়ানের শঙ্কা কাটে সফরকারীদের। কিন্তু ম্যাথুজ সাজঘরে ফিরে যাওয়ার পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্কানদের ইনিংস। তবুও ভরসা চান্দিমাল। আজ হয়তো খুব করেই তার দিকে তাকিয়ে থাকবে সফরকারীরা।
ভারতের সফল বোলার রবীচন্দ্রন অশ্বিন। ৩৫ ওভার হাত ঘুরিয়ে এ স্পিনার নিয়েছেন ৯০ রানে ৩ উইকেট। এছাড়া রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা ও মোহাম্মদ সামি নিজেদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন ভাগ করে।
Discussion about this post