তাদের হাত ধরেই পথ খুঁজে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট। তৈরি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুলের মতো তারকা ক্রিকেটার। সেই ক্রিকেট বিনির্মাণের অন্যতম পৃথিকৃৎ, কামাল জিয়াউল ইসলাম মারা গেছেন। বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে অবশ্য তিনি কে. জেড. ইসলাম নামে পরিচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ছিলেন নির্মাণ ইন্টারন্যাশনালের এই চেয়ারম্যান।
সোমবার বিকেলে নিজ বাড়িতে মারা যান কে. জেড. ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
কেজেড ইসলাম ৩০ জানুয়ারি ১৯৮৩ সাল থেকে ১৮ ফেব্রুয়ারি ১৯৮৭ পর্যন্ত বিসিবির সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আরও দুই বছর।
সেই আশির দশকে জনপ্রিয়তা পাওয়া নির্মাণ স্কুল ক্রিকেটের মধ্য দিয়ে বাংলাদেশে ক্রিকেট দারুণ জনপ্রিয়তা পায়। এই টুর্নামেন্টের পথচলা শুরু হয় কেজেড ইসলামের হাত ধরে। বাংলাদেশের ক্রিকেটে নির্মাণ স্কুল ক্রিকেট দারুণ এক মাইলফলকের নাম।
পেশায় চাটার্ড অ্যাকাউন্ট এ ক্রীড়া সংগঠক ১৯৭৮ সালে আজাদ বয়েজ ক্লাবের সভাপতির দায়িত্ব পান। এরপর ১৯৮১-৮২ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। প্রিমিয়ার ক্রিকেট লিগের সূচনা করেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হন কেজেড ইসলাম। তার সময়কালেই প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার সুযোগ পায় টাইগাররা। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ২০০১ সালে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পুরস্কার পান তিনি। ক্রীড়া এই সংগঠক লিখেছেন আত্মজীবনীমূলক বই ‘ক্রিকেটের নির্মাণ’।
Discussion about this post