ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথম টেস্ট জিততে অনেক বেগ পেতে হয়েছে তাদের। এক-দুই বছর নয়, অপেক্ষায় থাকতে হয়েছে ২৬ বছর! ১৯৫৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের সেই প্রথম টেস্ট জয়ে নেতৃত্বে ছিলেন জন রিড। যাকে আবার আবার ইংলিশ কিংবদন্তি কলিন কাউড্রে বলতেন ‘ক্রিকেটের হারকিউলিস।’ ৯২ বছর বয়সী রিড আর নেই। বুধবার তার মৃত্যুর খবর জানাল- নিউজিল্যান্ড ক্রিকেট।
নিউজিল্যান্ডের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার ছিলেন তিনি। আর রিড ছিলেন ক্রিকেট বিশ্বের পঞ্চম বয়স্ক ক্রিকেটার। কিন্তু তিনিও চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুর খবর জানিয়ে ক্রিকেট নিউজিল্যান্ড লিখেছে, ‘জন রিডের মৃত্যুর মধ্য দিয়ে নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ইনিংসের সমাপ্তি ঘটল।’
সাবেক কিউই অধিনায়ক অনেক দিন ধরেই লড়ছিলেন তিনি। ২০১৩ সালে আন্ত্রিক ক্যানসার ধরা পড়ার পর অসুস্থ ছিলেনঅ বুধবার অকল্যান্ডে মারা যান ৯২ বছর ১৩৩ দিন বয়সে।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্ট অভিষেক ১৯৪৯ সালে। ১৯৬৫ সালে গুডবাই বলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৮ টেস্ট করেন ৩,৪২৮ রান। টেস্টে ছয় সেঞ্চুরি করেন। ১৯৫৯ সালে উইজডেন বর্ষসেরা হয়েছিলেন এই অলরাউন্ডার। বল হাতে নেন ৮৫ টেস্ট উইকেটও।
নিউজিল্যান্ডের অধিনায়ক থাকতেই হয়েছিলেন নির্বাচক। অবসরের পর আইসিসির ম্যাচ রেফারি হন। ১৯৯৩ থেকে ২০০২ সাল পর্যন্ত ৫০ টেস্ট ও ৯৮ ওয়ানডেতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি।
Discussion about this post