ছোট-খাট গড়নের বলে অনেকেই তাকে আদর করে ডাকেন ‘লিটল ডায়নামাইট।’ ব্যাটে হাতে দাপট দেখিয়ে এই নাম আদায় করে নিয়েছেন মুমিনুল হক। যদিও এতোদিন শুধুই তার দাপট বিচরন ছিল টেস্টের অভিজাত অঙ্গনে। তাইতো অনেকে বলেই ফেলেছিলেন তিনি শুধুই ‘সাদা পোশাকের ক্রিকেটার।’ কিন্তু এবার সেই চেনা বৃত্ত থেকে বেরিয়ে আসলেন মুমিনুল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দাপট দেখিয়ে বুঝিয়ে দিলেন সব ফরম্যাটেই ফিট তিনি।
এই বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৩টি হাফসেঞ্চুরি করেছেন মুমিনুল।
সোমবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তার দল রাজশাহী ৩ উইকেটে হারায় ঢাকা ডায়নামাইটসকে। সেই ম্যাচে এই ওপেনার ৩৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় হাফসেঞ্চুরি করেন। ৪২ বলে ৫৬ রান করেন তিনি।
৭ ম্যাচে ২১৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চতুর্থ স্থানে আছেন মুমিনুল। ১৯ টেস্টে ১৫৫০ ও ২৬ ওয়ানডেতে ৫৫৩ রান করা এই ক্রিকেটার দাপটে ফিরলেন টি-টুয়েন্টিতে।
বাংলাদেশ দলের হয়ে মুমিনুল সর্বশেষ ওয়ানডে খেলেন ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। জাতীয় দলের হয়ে শেষ টি-টুয়েন্টি খেলেছেন ২০১৪ সালের ১ এপ্রিল।
সোমবারের এমন ইনিংস খেলে অবশ্য ম্যাচসেরা হতে পারেন নি মুমিনুল। এই পুরস্কার জুটেছে তার রাজশাহীর সতীর্থ সামিত প্যাটেলের। তবে ম্যাচ বল উঠেছে তার হাতে। অধিনায়ক ড্যারেন স্যামি জানান, ‘এই ম্যাচে বলটা পেয়েছে মুমিনুল। সামিত প্যাটেলও খুব ভালো খেলেছে কিন্তু এই বল মুমিনুলের প্রাপ্য।’
Discussion about this post