ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একরকম চূড়ান্তই ছিল আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড়। কিন্তু সোমবার দেশটির ক্রিকেট বোর্ড চূড়ান্ত দল ঘোষণার পরই সবাই গেছেন চমকে। সেটাই তো স্বাভাবিক। কেননা প্রায় তিন বছর আগে ওয়ানডে খেলা পেসার হামিদ হাসানকে দেশটির নির্বাচকরা দিয়েছেন বিশ্বকাপ স্কোয়াড়ে জায়গা।
শাপুর জাদরান, ফরিদ আহমেদ, জহির খান ও জাভেদ আহমাদির মতো ক্রিকেটারদের অবশ্য জায়গা মেলেনি আফগানিস্তানের বিশ্বকাপ দলে। এদিকে ইকরাম আলি খিল, করিম জানাত ও সৈয়দ শিরজারা আছেন স্ট্যান্ড বাই হিসেবে।
গুলবাদিন নাইবই দেবেন বিশ্বকাপে আফগানদের নেতৃত্ব। সদ্যই অধিনায়কত্ব হারানো আসগর আফগান টিকে গেছেন বিশ্বকাপ দলে। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ২৩ খেলোয়াড়কে নিয়ে হয়ে যাওয়া একটি অনুশীলন ক্যাম্প শেষে ১৫ সদস্যের দল বেছে নেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
আগামী ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের বিশ্বকাপ মিশন।
আফগানিস্তান দল:
গুলবাদিন নাইব (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নুর আলি জাদরান, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাশমতউল্লাহ শাহিদি, নাজিবউল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি, মোহাম্মদ নবি, রশিদ খান, দৌলত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান ও মুজিব উর রহমান।
Discussion about this post