ছুটি কাটিয়ে দু’দিন আগেই দেশে ফিরেছেন মাশরাফি বিন মতুর্জা। কিন্তু আরো কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। মুশফিকুর রহীমদের সঙ্গে চট্টগ্রামে অনুশীলন পর্বে নেই তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে গত মাসের ১০ তারিখ থেকেই অনুশীলন করছে বাঙলাদেশ দল। এবার সেই প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার থেকে চট্টগ্রাম মিশন শুরু হল টাইগারদের। বন্দর নগরীতে পুরো একটি সপ্তাহ অনুশীলন করবে টাইগার ক্রিকেটররা।কিন্তু দলের সঙ্গে যানি মাশরাফি।
এমনিতে দীর্ঘদিন ধরে ক্রিকেটের লংগার ভার্সন থেকে বাইরে আছেন তিনি। তারপরও চট্টগ্রামে যাওয়ার কথা ছিল তার। ভারতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার নিতে কলকাতা গিয়েছিলেন ম্যাশ। সেখানে মেয়ে হুমায়রাকে ডাক্তারও দেখান তিনি। তারপরই দেশে ফিরে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বলেন তিনি।
কোচের কাছ থেকে ছুটি মিলেছে। মাশরাফি জানান, ‘চট্টগ্রামে তো মূলত লাল বলের অনুশীলন হবে। তাছাড়া তিন দিনের ম্যাচটিও আমি খেলব না। কোচ ব্যাপারটি নিয়ে ভাবছিলেন, আমি ভেবে দেখলাম ওখানে গিয়ে আমার খুব বেশি লাভ হবে না। তার চেয়ে ঢাকায় সাদা বলে অনুশীলন করে যাওয়া ভালো। আমি সেটাই করছি।’
মাশরাফিকে অবশ্য পুরোপুরি ছুটি দেননি হাথুরু। যেমনটা জানাচ্ছিলেন এই তারকা ক্রিকেটার, ‘কোচ আমাকে বলেছিলেন ঢাকায় এইচপি (হাই পারফরম্যান্স) দলের সঙ্গে অনুশীলন করতে। আমারও আপত্তি ছিল না। তবে ওদের আবার সম্ভবত ৩-৪ দিনের ছুটি। কয়েকদিন তাই নিজের মতো করেই অনুশীলন করে তারপরই মিরপুরে যাব।’
মাশরাফি ছাড়াও এ চট্টগ্রাম পর্বে নেই সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাওয়া সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠা এনামুল হক বিজয়কেও রাখা হয়নি নতুন তালিকায়।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ আগস্ট ঢাকায় আসার কথা অজি ক্রিকেট দলের। ২২ থেকে ২৩ আগস্ট ফতুল্লায় একটি দুইদিনের ম্যাচ খেলবে সফরকারীরা। প্রথম টেস্ট মিরপুরে ২৭ থেকে ৩১ আগস্ট। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ৪ থেকে ৮ সেপ্টেম্বর।
চট্টগ্রামের ক্যাম্পে থাকা ক্রিকেটাররা-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক সৌরভ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হেসেন, সানজামুল ইসলাম, আল আমিন হোসেন, শফিউল সিলাম, তাসকিন আহমেদ, শুভাশিস রায় চৌধুরি, লিটন কুমার দাস, তানবীর হয়দার, নাজমুল হাসান শান্ত, নাইম হাসান, সঞ্জিত সাহা ও সাকলাইন সজিব।
Discussion about this post