ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাফল্যের সিড়ি একটু একটু পেরিয়ে এবার জাতীয় দলের দরজা খুলে গেল সাদমান ইসলামের। বাংলাদেশ ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এবার স্বপ্নপূরণ হয়ে গেল এই ব্যাটসম্যানের। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ দলে আছেন সাদমান।
সোমবার প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বিসিবি একাদশের হয়ে সাদমান খেলেছেন ৭৩ রানের দারুণ এক ইনিংস। টাইগার কোচ স্টিভ রোডস সেই ইনিংস দেখে মুগ্ধ। সন্ধ্যায় তারই পথ ধরে দলে জায়গা পেলেন সামদান।
সবশেষ জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর হয়ে ১০ ইনিংস খেলে ৬৪৮ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান ১৮৯। গড় ৬৪.৮০। ২টি সেঞ্চুরি। এছাড়া ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে সাদমান করেছেন ৩০২৩ রান। আছে ৭ সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরি। এই সাফল্যই বলে দেয় টেস্ট খেলার জন্য প্রস্তুত তিনি। তবে ওপেনার হিসেবে থাকবেন সাদমান।
প্রথম টেস্ট স্কোয়াডে এ টপ অর্ডার যুক্ত হলেন। তাকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ দল হলো ১৪ জনের। এর আগে ১৩ জনের দলে ওপেনার ছিলেন কেবল দুইজন, ইমরুল কায়েস ও সৌম্য সরকার। বাংলাদেশের সঙ্গে সফরকারী উইন্ডিজের প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহীম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও সাদমান ইসলাম।
Discussion about this post