টি-টুয়েন্টির পর টেস্টেও সেই একই দৃশ্যপট। কিছুতেই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। চট্টগ্রামে বেশ ভাল ক্রিকেট খেললেও চতুর্থ দিনে এসে ব্যাকফুটে মুমিনুল হকের দল। দিনের শুরুতে ব্যাটসম্যানরা উইকেটে আসা-যাওয়ার মিছিলে সামিল হলেন। এরপর বোলাররাও ব্যর্থ। সব মিলিয়ে চাপের মুখে বাংলাদেশ ক্রিকেট দল।
চট্টগ্রাম টেস্টের জয়ের জন্য পাকিস্তানের সামনে ২০২ রানের চ্যালেঞ্জ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর শেষ বেলায় সোমবার পাকিস্তান দেড় সেশন ব্যাটিং করে ১০৯ রান তুলল সফরকারীরা। হারায়নি একটি উইকেটও। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার টেস্টের শেষ দিনে জয়ের জন্য সফরকারীদের চাই মাত্র ৯৩ রান। বাংলাদেশের দরকার ১০ উইকেট। সন্দেহ নেই চাপেই থাকল মুমিনুল হকের দল।
নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো দুই ইনিংসেই শতরানের উদ্বোধনী জুটি পেয়েছে পাকিস্তান। আবিদ আলি ও আব্দুল্লাহ শফিকের এই অর্জনে চট্টগ্রাম টেস্ট জয়ের পথে এগিয়ে গেল পাকিস্তান। ১০৫ বলে ৬ চারে ৫৬ রানে অপরাজিত আবিদ। ৯৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৩ রান তুলেছেন শফিক। তাদের দাপটে হারের শঙ্কায় টাইগাররা।
এর আগে চট্টগ্রাম টেস্টের চট্টগ্রামে চতুর্থ দিনের সকালটা হতাশ করা ছিল টাইগারদের। লিডটা বেড়েছে শুধু লিটন দাসের হাফসেঞ্চুরিতে। অন্যরা আসা-যাওয়ার মিছিলে ছিলেন। শাহীন শাহ আফ্রিদিকে খেলতেই পারেন নি। দল অলআউট ১৫৭ রানে। ৮৯ বলে ৫৯ রানে আউট লিটন। এর দুই বল পরই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন আবু জায়েদ রাহী। তাকে ফিরিয়ে ৫ উইকেট তুলে নেন শাহীন শাহ আফ্রিদি।
নুরুল হাসান সোহানের বিদায়ের পর মাত্র ৪ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ দল। তাইজুল ইসলাম পত্রপাঠ বিদায়ে বাংলাদেশ শেষ ১৫৭ রানে। কঠিন পরীক্ষাতেই পড়ল দল। ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। তিনটি নেন অফস্পিনার সাজিদ, দুটি তুলেন হাসান আলি। বোলারদের দাপটে এখন ড্রাইভিং সিটে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১১৪.৪ ওভারে ৩৩০/১০ (মুশফিক ৯১, লিটন ১১৪, ইয়াসির ৪, মিরাজ ৩৮, তাইজুল ১১, আবু জায়েদ ৮, ইবাদত ০; আফ্রিদি ২৭-৮-৭০-২, হাসান ২০.৪-৫-৫১-৫, ফাহিম ১৪-২-৫৪-২, সাজিদ ২৭-৫-৭৯-১, নুমান ২৬-৬-৬২-০)।
পাকিস্তান ১ম ইনিংস: ১১৫.৪ ওভারে ২৮৬/১০ (আবিদ ১৩৩, শফিক ৫২, আজহার ০, বাবর ১০, ফাওয়াদ ৮, রিজওয়ান ৫, ফাহিম ৩৮, হাসান ১২, সাজিদ ৫, নুমান ৮, আফ্রিদি ১৩*; আবু জায়েদ ১২-০-৪১-০, ইবাদত ৪৪.৪-৯-১১৬-৭, তাইজুল ১৯-৫-৩৯-০, মিরাজ ৩০-৭-৬৮-১, মুমিনুল ৩-০-১২-০)
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৩৯/৪) ৫৬.২ ওভারে ১৫৭/১০ ( মুশফিক ১৬, ইয়াসির আহত অবসর ৩৬, লিটন ৫৯, মিরাজ ১১, সোহান ১৫, তাইজুল ০, আবু জায়েদ ০, ইবাদত*; আফ্রিদি ১৫-৮-৩২-৫, হাসান ১১-০-৫২-২, ফাহিম ৮-৩-১৬-০, নুমান ৯-৩-২৩-০, সাজিদ ১৩.২-১-৩৩-৩)।
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৩৩ ওভারে ১০৯/০ (আবিদ ৫৬*, শফিক ৫৩*; তাইজুল ১৬-৩-৩৭-০, ইবাদত ৫-১-২৩-০, মিরাজ ১০-২-৩৬-০, আবু জায়েদ ২-০-১৩-০)
# টেস্টের চতুর্থ দিন শেষে
Discussion about this post