নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন তিনি। যখন ক্যারিয়ারের সেরা ছন্দে তখনই কীনা ইনজুরিতে মাঠের বাইরে। ভারতের বিপক্ষে ঘরের মাঠে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ খেলতে পারেন নি তাসকিন আহমেদ। তৃতীয় ম্যাচে ছিলেন, কিন্তু নিজেকে ফেরাতে পারেন নি ছন্দে। এখনো ফিটনেস ঠিকঠাক হয়নি এই পেসারের। তাইতো চট্টগ্রাম টেস্টে তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে তাসকিনও এনিয়ে শোনাতে পারলেন না সুখবর। বুধবার শুরু চট্টগ্রাম টেস্ট। সেখানে খেলার চিন্তা দূরে রেখে ঢাকায় দ্বিতীয় টেস্টকেই টার্গেট করছেন এই পেসার।
সোমবার অনুশীলনের আগে তাসকিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনিয়ে বলেন, ‘এটা নিয়ে এর মধ্যে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে। যেহেতু মাত্রই চোট থেকে ফিরেছি, তারা আমার বিল্ড আপ নিয়ে দুশ্চিন্তা করছে। ওয়ার্কলোড বিল্ড আপ, ফিটনেস, বোলিং লোড-সব কিছু বাড়ানো নিয়ে কাজ করছি। যদি এই ম্যাচের আগে লোড পুরোপুরি হয়, যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমি খেলবো, তাহলে খেলবো। যদি না হয়ে থাকে, তাহলে হয়তো এই টেস্টটা ম্যানেজমেন্ট নাও খেলাতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টটা লক্ষ্য করতে হবে।’
পিঠের চোটে ঢাকায় দুই ওয়ানডেতে ছিলেন না তাসকিন। চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়ে একটা ওয়ানডে খেলেন। তবে বল হাতে তেমন কিছু করতে পারেন নি অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে ঝড় তোলা এই পেসার।
একই সঙ্গে তাসকিন চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের লক্ষ্য নিয়ে বলেন, ‘ম্যাচ তো এখনো শুরু হয়নি। অধিনায়ক তো চাইবেই যে পরিকল্পনাটা আমাদের দিবেন সেটা বাস্তবায়ন করতে। ১০০ এবং ১১০% দিয়ে যদি সবাই চেষ্টা করি, তাহলে বেটার ক্রিকেট খেলা সম্ভব। আর পাঁচ দিন পর্যন্ত গেলেই আমাদের ভালো একটা কিছু করার সম্ভাবনা রয়েছে। ওটাই লক্ষ্য থাকবে আসলে। পাঁচদিন ক্রিকেট খেলা।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ঢাকা টেস্ট শুরু ২২ ডিসেম্বর। এর আগে ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
Discussion about this post