হঠাৎ করেই সূচি এলোমেলো হয়ে যাওয়ার ইঙ্গিত। প্রকৃতি বড্ড বেসামাল হয়ে উঠেছে ওমানে। টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ রোববার রাত ১০টা ৪৫ মিনিটে ওমানের পথে দেশ ছাড়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু মধ্যপ্রাচ্যের সেই বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড় শাহীন আঘাত হেনেছে। এ কারণে মাস্কট আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
এমন অবস্থায় মাহমুদউল্লাহদের ওমান যাত্রা অনিশ্চিত হয়ে গেছে। মাস্কট আন্তর্জাতিক বিমানবন্দরে পক্ষ জানিয়েছে, ওমান বিমানবন্দর থেকে উড্ডয়নরত এবং ওমানে আসা সব ফ্লাইট আপাতত বাতিল করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব ফ্লাইট।
এখানেই শেষ নয়, সোমবার ও মঙ্গলবার দুই দিনের জাতীয় ছুটি ঘোষণা করেছে ওমান সরকার। ঝড়ের জন্য সবাই যাতে আগাম প্রস্তুততি নিতে পারে সেই সুযোগ করে দেওয়া হয়েছে।
ঠিক এমন সময়ে ধারণা করা হচ্ছে পিছিয়ে যেতে পারে মাহমুদউল্লাহদের বিশ্বকাপ যাত্রা। এবার অবশ্য অন্যরকম আমেজে দল যাচ্ছে বিশ্বকাপ মিশনে। নেই আনুষ্ঠানিক ফটোসেশন। সংবাদ সম্মেলন করার ব্যাপারটাও চোখে পড়েনি কোভিড কালে।
ওমানেই এবার ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। তবে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদরা। ১২ ও ১৪ অক্টোবর আবু ধাবিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ফের দল ওমানে যাবে ১৫ অক্টোবর।
১৭ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৯ অক্টোবর খেলা স্বাগতিক ওমানের সঙ্গে লড়াই। ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ। এই লড়াইয়ে পাশ করলে সুপার টুয়েলভ খেলতে ২২ অক্টোবর আবার আমিরাতে যাবে টাইগাররা।
Discussion about this post