অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কাছে হারের ধাক্কা এবার সামলে উঠল ইংল্যান্ড। স্কটল্যান্ডকে ১১৯ রানে হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয় পেল তারা।
মঙ্গলবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ‘এ’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা ৮ উইকেট হারিয়ে তুলে ৩০৩ রান। মইন আলি করেন ১২৮ রান। জবাব দিতে নেমে ৪২.২ ওভারে ১৮৪ রানে অলআউট স্কটল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩০৩/৮ (মইন ১২৮, বেল ৫৪, ব্যালান্স ১০, রুট ১, মর্গ্যান ৪৬, টেলর ১৭, বাটলার ২৪, ওকস ১, ব্রড ০*, ফিন ১*; ডেভি ৪/৬৮, ব্যারিংটন ১/৪৩, ইভান্স ১/৪৬, মাজিদ ১/৫১, ওয়ার্ডল ১/৬০)
স্কটল্যান্ড: ৪২.২ ওভারে ১৮৪ (কোয়েটজার ৭১, ম্যাকলয়েড ৪, কোলম্যান ৭, মাচান ৫, মমসেন ২৬, ব্যারিংটন ৮, ক্রস ২৩, ডেভি ৯, মাজিদ ১৫, ইভান্স ৯, ওয়ার্ডল ০*; ফিন ৩/২৬, ওকস ২/২৫, অ্যান্ডারসন ২/৩০, মইন ২/৪৭, রুট ১/২৭)
ফল: ইংল্যান্ড ১১৯ রানে জয়ী
ম্যাচসেরা: মইন আলি।
Discussion about this post