ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মাথা উঁচু করেই বিদায় নিয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা। শুক্রবার নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে জয় পেলেন তিনি। জিম্বাবুয়ের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৭১ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস। আর দলও পেয়েছে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটের অনায়াস জয়। চট্টগ্রামের মাঠেই শেষ হলো মাসাকাদজা অধ্যায়।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি অভিষেক। তারপর বাংলাদেশেই বিদায়। অবশ্য যে ফর্মে ছিলেন আরও কিছুদিন খেলতে পারতেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির নিষেধাজ্ঞা সব শেষ করে দিয়েছে। বৈশ্বিক আসরে নিষেধাজ্ঞা থাকলেও দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজগুলো খেলতে বাধা নেই জিম্বাবুয়ের। কিন্তু কে ডাকবে তাদের?
এ কারণেই বিদায় বলে ফেললেন মাসাকাদজা। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। এ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও তাকে সম্মানজানায়। স্মারক উপহার তুলে দেয় তার হাতে।
২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। সেই ইনিংস দিয়ে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান মাসাকাদজা। এরপর বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল সেই রেকর্ড নিজের করে নেন।
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৬৬টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ১৯ বছরের ক্যারিয়ারে ৩৮ টেস্টে করেন ২২২৩ ও ২০৯ ওয়ানডেতে করেন ৫৬৫৮ রান। টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ ১৬৬২ রান। জিম্বাবুয়ে ক্রিকেট তাকে মনে রাখতেই হবে!
Discussion about this post