মাঠে সব সময়ই তার ছিল সরব উপস্থিতি। বীরেন্দ্র শেবাগ ব্যাট হাতে ক্রিজে যাওয়া মানেই যেন চার-ছক্কার ফুলঝুরি! পুরো ক্যারিয়ারে ঝড় তুলে গেছেন তিনি। অথচ সেই মারকুঠে ক্রিকেটারটির এমন নিভৃতে বিদায়! একেই বলে নিষ্টুর বাস্তবতা।
মঙ্গলবার ৩৭তম জন্মদিনে আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলকে গুডবাই বললেন শেবাগ। টুইটারেঅবসরের ঘোষণা দেন তিনি!
অবশ্য বিদায়ের সুর বাজছিল বেশ কিছুদিন ধরেই। প্রায় দুই বছর ধরে নেই জাতীয় দলে। তাইতো গুঞ্জন ছিল সরে যাচ্ছেন ভারতীয় এই তারকা ক্রিকেটার। তার সিদ্ধান্ত নেওয়া সহজ করে দিল মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এই টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলতেই গুডবাই বলে দিলেন। আসছে জানুয়ারিতে দুবাইয়ে শুরু হবে এমসিএল ক্রিকেট টুর্নামেন্ট। সেখানে মাঠ মাতাবেন বিশ্বের সাবেক তারকা ক্রিকেটাররা।
বিদায় বেলায় তার কথা, “দেখুন সৃষ্টিকর্তা আমার প্রতি খুবই দয়ালু। আমি যা করতে চেয়েছি, করতে পেরেছি। ঠিক করে রেখেছিলাম, ৩৭তম জন্মদিনে অবসর নেব। তাই করলাম।”
ইতিহাস বলছে- ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে মোহালিতে ওয়ানডে অভিষেক শেবাগের। ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক ব্লুমফন্টেইনে।
টেস্টে দুটো ট্রিপল সেঞ্চুরি রয়েছে শেবাগের। ওয়ানডে ক্রিকেটে আছে ডাবল সেঞ্চুরি। জিতেছেন বিশ্বকাপ।
ভারতের হয়ে ২৫১টি ওয়ানডে খেলে ৩৫.০৫ গড়েন ৮২৭৩ রান করেছেন তিনি। বল হাতে নেন ৯৬ উইকেট। ডানহাতি এই ব্যাটসম্যান ১০৪ টেস্টে ৪৯.৩৪ গড়ে ৮৫৮৬ রান ও নেন ৪০ উইকেট।
Discussion about this post