কিংবদন্তি হয়তো একেই বলে! পুরো টুর্নামেন্টে তেমন করে খুঁজেই পাওয়া গেল না তাদের। কিন্তু ফাইনালে ঠিকই ঝলসে উঠলেন। বিদায়টা স্মরনীয় করতে যা করার তাই করলেন মাহেলা জয়াবর্ধানে এবং কুমার সাঙ্গাকারা। তাদের দারুণ নৈপুন্যে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতল শ্রীলঙ্কা। রোববার মিরপুরে ফাইনালে ভারতের বিপক্ষে দল তুলে নিলে ৬ উইকেটের অবিস্মরনীয় জয়!
বিদায়ী ম্যাচে সাঙ্গাকারা করলেন ৪৩ রান। মাহেলার ব্যাট থেকে এলো ২৪। আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেট কিছুটা হলেও রঙ হারাল। কেননা, রোববার ২০ ওভারের এ ক্রিকেট থেকে বিদায় নিলেন দুই কিংবদন্তি। আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতেই গুডবাই বললেন কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধানে।
তারা দু’জন খুবই বন্ধু। একসঙ্গে তাদের টি-টুয়েন্টি ক্যারিয়ার শুরু হয়েছিল। ২০০৬ সালের ১৫ জুন সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি তাদের। সেই ম্যাচে মাহেলা সাজঘরে ফিরেন শূন্য রানে। সাঙ্গাকারা করেন ২১ রান।
মাহেলা ২০০৭ সালের ১৪ সেপ্টেম্বর টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলেন জোহানেসবার্গে কেনিয়ার সঙ্গে। শুরুই দারুণ এক ফিফটি দিয়ে। ৬৫ রানের (২৭ বলে) ঝলমলে ইনিংস। একই খেলায় সাঙ্গাকারা করেছিলেন ১৮ বলে ৩০ রান। মাহেলা টি-টুয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আবার টি-টুয়েন্টি বিশ্বকাপে করেছেন ৩১ ম্যাচে ১০১৬ রান। শীর্ষে তিনিই। রোববার ফাইনালে করলেন ২৪ রান।
অন্যদিকে বিশ্বকাপ টি-টুয়েন্টিতে ৩১ ম্যাচে ৬৫২ রান করেছেন সাঙ্গাকারা। ২০০৭ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৯ ও ২০১২ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছেন মাহেলা-সাঙ্গাকারা। এবার একসঙ্গে জিতলেন বিশ্বকাপ! মিরপুরে সতীর্থদের কাধে চড়ে ফেয়ারওয়েল ল্যাপ দেন দুজন।
বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বিদায়। এমনটাই প্রাপ্য দুই গ্রেটের।
Discussion about this post