বাংলাদেশ ক্রিকেটের তরুন তুর্কী মুস্তাফিজুর রহমান। বলা হচ্ছে ২০১৫ সালের বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বড় আবিস্কার তিনি। বল হাতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন।। জুনে ভারতের বিপক্ষে ‘কাটার’ বল করে আসেন আলোচনায়। এরপর শিরোনামে থেকেছেন পুরোটা সময়।
তিনি যে আগ্রহের কেন্দ্রে ছিলেন সেটা বছর শেষে জানিয়ে দিল জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এ বছরে বাংলাদেশ থেকে যাদের খোঁজা নামটি হলেন ক্রিকেটার মুস্তাফিজ।
৯ ওয়ানডেতে ২৬ উইকেট নিয়েছেন তিনি। তাতে এবার প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা পেয়েছেন।
বাংলাদেশের সেরা খোঁজা ব্যাক্তির মধ্যে তাসকিন আহমেদ চার নম্বরে। নয় নম্বরে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
Discussion about this post