আগের দিন পুরোটাতেই ছিল বৃষ্টির দাপট! শুক্রবার ছুটির দিনে বল মাঠে গড়ালেও হলো মাত্র ৩২.২ ওভার। টেস্টের তৃতয়ি দিনের শুরুতে বৃষ্টি, বিকালে আলোকস্বল্পতা। প্রতিকুল আবহাওয়ার কারণে প্রায় দুই সেশন হারিয়ে গেল তৃতীয় দিনের। নির্ধারিত সময়ের ৬৭ মিনিট আগে শেষ হয়ে যায় খেলা।
শুক্রবার দ্বিতীয় ইনিংসে ৮ ওভার ব্যাট করে বাংলাদেশ ২য় ইনিংসে তুলেছে ২ উইকেটে ৩৮। নাজমুল হোসেন শান্তর দলের লিড ৩০ রান।
৫৫ রানে ৫ উইকেট নিয়ে খেলতে নেমে ২৪.৩ ওভারে আরও ১২৫ রান যোগ করে নিউজিল্যান্ড। শেষ ৩ উইকেটে ৮৩ রান তুলে এগিয়ে যায় সফরকারীরা। তারা পায় ৮ রানের লিড। এর মূল কারিগর গ্লেন ফিলিপস। আগ্রাসী ব্যাটিংয়ে ৯ চার ও ৪ ছক্কায় ৭২ বলে ৮৭ রান করেন তিনি।
বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম নেন ৩টি করে উইকেট।
এরপর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুতে আউট মাহমুদুল হাসান জয়। নাজমুল হোসেন শান্তও হতাশ করেন। জাকির হাসান ও মুমিনুল হক শেষ করেন দিন। জাকির হাসান ১৬ ও মুমিনুল হক শূন্যরানে আছেন উইকেটে। তারা দুজন শনিবার চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৬.২ ওভারে ১৭২/১০ (জয় ১৪, জাকির ৮, শান্ত ৯, মুমিনুল ৫, মুশফিক ৩৫, শাহাদাত ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম ১৩*, তাইজুল ৬, শরিফুল ১০; সাউদি ৫.২-৫-০-১, জেমিসন ৪-২-৮-০, এজাজ ১৭-৬-৫৪-২, স্যান্টনার ২৮-৭-৬৫-৩, ফিলিপস ১২-১-৩১-৩)
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৭.১ ওভারে ১৮০/১০ (মিচেল ১৮, ফিলিপস ৮৭, স্যান্টনার ১, জেমিসন ২০, সাউদি ১৪, এজাজ ০*; শরিফুল ৪-১-১৫-২, মিরাজ ১১-১-৫৩-৩, তাইজুল ১৬.১-০-৬৪-৩, নাঈম ৪-০-২১-২, মুমিনুল ২-০-১৭-০)
বাংলাদেশ ২য় ইনিংস: ৮ ওভারে ৩৮/২ (জাকির ১৬*, জয় ২, শান্ত ১৫, মুমিনুল ০*; এজাজ ৪-০-১৩-১, স্যান্টনার ২-০-১২-০, সাউদি ২-০-৮-১)
# ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে
Discussion about this post