ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী ১ অক্টোবর শুরু হচ্ছে ২০তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ। এই অাসরের জন্য খুলনা ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। যেখানে আছে তারকার মেলা। এশিয়া কাপের বর্তমান দলের আটজন রয়েছেন খুলনা বিভাগীয় দলে।
গতবারের মতো এবারও খুলনা দলে আছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত তিন মৌসুমে মাঠে দেখা না গেলেও এবারো রাখা হয়েছে সাকিব আল হাসানকে। তবে তার খেলার তেমন সম্ভাবনা নেই। কারণ এশিয়া কাপ শেষেই হাতের অস্ত্রোপচার করাবেন তিনি।।
তবে রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয় আছেন খুলনা দলে।
জাতীয় দলে ব্যস্ত না থাকলে সব ক্রিকেটারের জাতীয় লিগে খেলা বাধ্যতামূলক করেছে বিসিবি। তবে দ্বিতীয় রাউন্ড থেকে হয়তো জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া এই আসরে দেখা যাবে। শোনা যাচ্ছে মাশরাফি খেলতে পারেন তৃতীয় রাউন্ডে। বাকি তারকা ক্রিকেটাররা থাকবেন দ্বিতীয় রাউন্ড থেকেই।
২৪ সেপ্টেম্বর থেকে খুলনা বিভাগীয় দলের অনুশীলন শুরু হবে। এরপর ১ অক্টোবর প্রথম রাউন্ডে খুলনা বিভাগ লড়বে রাজশাহী বিভাগের সঙ্গে।
খুলনা বিভাগীয় প্রাথমিক দল
মাশরাফি বিন মুর্তজা, খান আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), শেখ তুষার ইমরান, জিয়াউর রহমান জনি, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, কাজী নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সৌম্য সরকার, নাহিদুল ইসলাম, মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, মেহেদী হাসান মিরাজ, মমিনুল ইসলাম সোহেল, মোহাম্মদ রায়হান, রবিউল ইসলাম রবি ও মাহমুদুল হাসান সেতু।
Discussion about this post