ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রাণঘাতী করোনার প্রভাব বেশ কয়েকটি দেশে কমে এসেছে। আর তাই ঐসব দেশ ক্রিকেটে ফিরতে চেষ্টা করতে। এরইমধ্যে অনুশীলনও শুরু হয়েছে। তবে উপমহাদেশে করোনা সংক্রমণ এখনও বেড়েই চলেছে। এ অবস্থায় ক্রিকেট ফেরানোর ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সতর্কভাবেই এগোতে চায়।
ক্রিকেট ফেরানোর আগে খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে বিসিবি। এ ব্যাপারে সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘দেখুন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলেন ক্রিকেটাররা। তাদের স্বাস্থ্য নিয়ে আমরা কোনো আপস করব না। আমাদের আগে নিশ্চিত হতে হবে যে, ওনাদের কোনো ঝুঁকি নেই। তেমনটা হলে তবে ক্রিকেট ফেরানোর প্রক্রিয়া শুরু হবে।’
দেশের অবস্থা তারা পর্যবেক্ষণ করছে বিসিবি। যা বুঝতে পারছে, তাতে ক্রিকেট মাঠে ফেরাতে সময় লাগবে। সুজন এ নিয়ে বলেন, ‘মাত্র গতকালই (রবিবার) দেশের এক দিনের সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটল। এ অবস্থায় তাড়াহুড়া করা যাবে না। আমি মনে করি, আমাদের আরো সময় নিতে হবে। পরিস্থিতি কোনদিকে যায়, সেটা দেখতে হবে।’
তবে বিসিবি বসে নেই। সংস্থাটি ভেতরে ভেতরে সবকিছু প্রস্তুত রাখছে। যাতে খুব অল্প সময়ের নোটিশে মাঠে অনুশীলন বা খেলা শুরু করে দেওয়া যায়। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘ক্রিকেট মাঠে ফেরার অবস্থায় যাওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ থাকে। সেগুলো আমরা আপডেট রাখছি। মাঠসহ অন্যান্য সবকিছু তৈরি রাখছি। সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলাপ করছি। এমনকি ক্রিকেটাররা মাঠে ফিরলে কী ধরনের প্রস্তুতি লাগবে, কী ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে হবে, সেটাও আমরা ঠিক করে রাখছি। বলতে পারেন, আমাদের ভেতরে ভেতরে সবসময় প্রস্তুতিটা আছে।’
সেই সঙ্গে ক্রিকেটারদেরও বিসিবি প্রস্তুত রাখছে বলে জানালেন সুজন। তারা শুরু থেকেই ক্রিকেটারদের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রাখছেন, ‘ক্রিকেটারদের মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত রাখা হচ্ছে। এ জন্য আমাদের সাপোর্ট স্ট্যাফরা কাজ করছেন। ক্রিকেটারদের সঙ্গে আলোচনাও করা হচ্ছে। তাদের মতও নেওয়া হচ্ছে। ফলে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’
Discussion about this post