ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলায় পা রাখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের কর্মকর্তারা। গুঞ্জন উঠে তবে কী এবার এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টর ম্যাচ হবে ঢাকায়? না তেমন কিছু নয়। বাংলাদেশে একাডেমির ভাবনায় আছে এই দলটি।
মিরপুরে রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বালঠাকুর জানালেন, ‘বাংলাদেশে একটি একাডেমি করতে চাই আমরা। যার নাম হবে রয়্যাল একাডেমি। যদিও এটি এখনো আমাদের ভাবনার মধ্যে সীমাবদ্ধ। এখানে এসেছি স্টেডিয়ামটি দেখতে যে আমরা কীভাবে বাংলাদেশ জেলা এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সমন্বয় করতে পারি এবং কিভাবে আমরা বিনিময় প্রোগ্রামগুলো করতে পারি সেটা দেখতে।’
এবার রাজস্থানে নাম লিখিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। নিলামে এক কোটি রুপিতে কিনে নিয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে।
বৃহস্পতিবার মিরপুরের মূল স্টেডিয়াম দেখার পর একাডেমি মাঠেও যায় রাজস্থান রয়্যালসের কর্মকর্তারা। চেয়ারম্যান রঞ্জিত বালঠাকুর মাঠ পরিদর্শন শেষে জানান, ‘আমি বাংলাদেশ ক্রিকেটকে সব সময়ই সমর্থন দিয়ে গেছি। ১৯৮৭ সালে বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপে আমি যুক্ত ছিলাম, আমি স্পন্সর করেছি। আবারও বাংলাদেশে আসতে পেরে আমি খুবই খুশি। আমি নাফিসকে (নাফিস ইকবাল) নিয়েছি। একইসঙ্গে মুস্তাফিজকেও নিয়েছি। আশা করি সে আমাদের হয়ে খেলবে, যদিও তার দেশের দায়িত্ব আগে, তারপর রাজস্থান রয়্যালস।’
মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে আসে রাজস্থান রয়্যালসের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন, বিসিবির উইমেনস উইংয়ের ইনচার্জ তৌহিদ মাহমুদ, কিউরেটর গামিনি ডি সিলভা সহ অনেকেই।
Discussion about this post