ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশজুড়ে শুরু চলছে গণ-টিকাদান কর্মসূচি। তার অংশ হিসেবেই সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নিয়েছেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি টিকা নিলেও ক্রিকেটাররা টিকা নেবেন আরও দুইদিন পর। ১৮ ফেব্রুয়ারি করোনার টিকা নেবেন তারা।
অবশ্য ঠিক কতজন করোনার টিকা গ্রহণ করবেন এই বিষয়টি এখনো নিশ্চিত করেনি বিসিবি। বোর্ডের বেশ কয়েকজন বড় কর্মকর্তা জানিয়েছেন ক্রিকেটারদের টিকা দিয়ে শিগগিরই ঘরোয়া ক্রিকেট পুরোদমে চালু করা হবে। তবে ক্রিকেটারদের কাউকে টিকা নিতে বাধ্যতামূলক করা হচ্ছে না। যে খুশি নিতে পারবে। এমনই তথ্য দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতি বলেন, ‘নিউজিল্যান্ড যেতে গতকালকের মধ্যে ৫০ শতাংশ ক্রিকেটার টিকা নিয়ে নিয়েছেন। বাকিরা কিছুটা দুদোল্যমনতায় আছে। আজ সোমবার দুটা পপর্যন্ত সময় আছে। এর মধ্যে তারা মতামত জানিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে কাল কিংবা পরশু দিয়ে দিবো তাদের টিকা।’
এদিনও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে হারের প্রসঙ্গ নিয়ে কথা বলেন পাপন। তিনি জানাচ্ছিলেন, ‘হেরে গেলে মেজাজ খারাপ হয়। আপনাদেরো খারাপ লাগে, আমারও খারাপ আছে। কালকে ছিলো রাগের কথা। আমাদের ওয়াল্ড ক্লাস প্লেয়ার আছে। আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে, এ উপলন্ধিটা আসতে হবে। মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। স্পিন ছাড়া খেলতে পারবো না।এ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে।’
একইসঙ্গে ক্রিকেটারদের পরামর্শ দিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘শট সিলেকশন নিয়ে ভাবতে হবে। আমরা যেভাবে আউট হয়েছি, এ শটে কেউ আউট হয় না। স্ট্রাটেজি এবং প্ল্যানিংয়ে পরিবর্তন আনতে হবে। দীর্ঘ মেয়াদী পরিকল্পনা আনতে হবে।’
Discussion about this post