একটা সময় থামতে হয় সবাইকে। আর খেলার দুনিয়ার মানুষদের তো সীমানা আছেই। বয়সটাও কম হয়নি তার। ৩৮ পেরিয়েছেন। এবার পুরোপুরি থামলেন তিনি। সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন। গতির কারণে স্টেইনকে ডাকা হতো ‘স্টেইন-গান’ নামে।
মঙ্গলবার টুইটারে অবসরের ঘোষণা দিয়েছেন টুইটারে। ২০১৯ সালেই টেস্ট থেকে বিদায় নেন। তিনিই টেস্টে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি উইকেটের মালিক। এরপর সীমিত ওভারের ক্রিকেটের দিকে নজর দিতে চেয়েছিলেন। অবশ্য দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন ২০১৯ সালের মার্চে।
২০২১ সালের আইপিএল না খেললেও ছিলেন পিএসএলে। ঠিক এমন সময় বিদায়ের ঘোষণা দিলেন। রক ব্যান্ড কাউন্টিং ক্রোস-এর এ লং ডিসেম্বর গানের লাইন উদ্ধ্বৃত করে স্টেইন বিদায়ী ঘোষণায় লিখলেন, ‘অনুশীলন, ম্যাচ, ভ্রমণ, জয়, পরাজয়, পায়ে টেপ পেঁচানো, জেট ল্যাগ, আনন্দ, ভাতৃত্বের ২০ বছর। অনেক অনেক স্মৃতি। ধন্যবাদ দেওয়ার মতো অনেক বেশি মানুষ। আমি তাই আমার ব্যক্তিগত বিশেষজ্ঞ কাউন্টিং ক্রোসের ওপরে সব বলার ভার তুলে দিলাম। সবচেয়ে ভালোবাসি যে খেলাটা, সেটা থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিলাম আজ। অম্লমধুর অভিজ্ঞতা, তবে কৃতজ্ঞ আমি। আমার পরিবার থেকে শুরু করে সতীর্থ, ভক্ত এবং সাংবাদিক যারাই এই চমৎকার পথচলায় আমার পাশে ছিলেন সকলকে ধন্যবাদ।’
টেস্টে ৯৩ ম্যাচে ৪৯৩ উইকেট নিয়েছেন স্টেইন। শন পোলকের পর দ্বিতীয় দক্ষিণ আফ্রিকার বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেট শিকার করেন তিনি। এরপর পোলককে টপকেও যান। ওয়ানডেতে স্টেইনের উইকেট ১৯৬টি। ৪৭ টি-টুয়েন্টিতে নিয়েছেন ৬৪ উইকেট।
Discussion about this post