ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চে একটি মসজিদে সন্ত্রাসী হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। শুক্রবার স্থানীয় সময় বেলা পৌনে দুইটায় ক্রাইস্টাচার্চে সেন্ট্রাল মসজিদে এ হামলার ঘটনা ঘটে।
এই সন্ত্রাসী হামলার সময় জাতীয় দলের ক্রিকেটাররা মসজিদে নামাজ পড়তে যাওয়ার কথা ছিল। তারা মসজিদের পাশের মাঠে অনুশীলন করছিলেন। তখনই গুলির আওয়াজ শুনলে দৌড়াতে শুরু করেন তারা। ভয়ে আতঙ্কে কাঁপতে থাকেন সবাই।
অনুশীলন শেষে মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাঁদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। জানান- সেখানে সন্ত্রাসী হামলা হয়েছে। আতঙ্কিত খেলোয়াড়রা তখনই দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। এরপর হোটেলে নিয়ে আসা হয় ক্রিকেটারদের।
ক্রাইস্টচার্চে এই হামলায় পড়ই দৌড়ে ক্রিকেটাররা অন্য রাস্তা দিয়ে হোটেলে ফেরার পথ ধরেন। ভাল খবর হলো-বাংলাদেশের কোন ক্রিকেটার আহত হননি। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শনিবার থেকে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হওয়ার কথা ছিল। নিরাপত্তা জনিত কারণে টেস্ট ম্যাচটি বাতিল হয়ে গেছে।
Discussion about this post