ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রান উৎসবের এক ম্যাচ। যেখানে রাজশাহী রয়্যালসকে আসরের সর্বোচ্চ রান এনে দেন শোয়েব মালিক। কিন্তু এরপর কথা বলল মুশফিকুর রহিমের ব্যাট। ক্যারিয়ার সেরা ইনিংসে হাসিমুখে মাঠ ছাড়ল খুলনা টাইগার্স। বঙ্গবন্ধু বিপিএলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার ৫ উইকেটে জিতেছে খুলনা।
চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ১৯০ রানের লক্ষ্য নেমে দুই বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে মুশফিকের দল।
দাপটে খেলে যান মুশফিক। ছক্কা পৌঁছতে চেয়েছিলেন জয়ের বন্দরে। কিন্তু হল না। টি-টুয়েন্টিতে আগের সেরা ৮৬ রান টপকে গেলেও থাকল আক্ষেপ। ৯৬ রান থামেন তিনি। মাত্র ৪ রানের জন্য ২০ ওভারের ক্রিকেটে পেলেন না শতক। ৫১ বলের নয় চার ও চার ছক্কার ইনিংসে অবশ্য জেতালেন দলকে।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না রাজশাহীর। দ্বিতীয় ওভারে মোহাম্মদ আমিরের বলে আউট হজরতউল্লাহ জাজাই। ১৬ বলে ১৯ রান করেন লিটন দাস। এরপর আফিফ হোসেন ১৯ রান ফেরেন।
তারপর দাপট দেখান শোয়েব মালিক। রবি বোপারার সঙ্গে চতুর্থ উইকেটে ৬১ বলে উপহার জমা করেন ১০৬ রান।
পাকিস্তানি রিক্রুট মালিক ৫০ বলে আট চার ও চারটি ছক্কায় ৮৭ রান তুলেন মালিক। ২৬ বলে দুটি করে ছক্কা ও চারে বোপারা অপরাজিত ৪০ রান।
জবাবে নেমে ফের ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজও কিছু করতে পারলেন না। তারপর অবশ্য রাইলি রুশো ও মুশফিকুর রহিম দলকে পথ দেখান। ৫৩ বলে তারা জমা করেন ৭২ রান। ৩৫ বলে দক্ষিণ আফ্রিকান রুশো করেন ৪২ রান। ৩০ বলে ফিফটি করেন মুশফিক। আর ২০ বলে ২৯ শামসুরের। তারা ৩৪ বলে তুলেন ৬১। দলকে জয়ের পথে নিয়ে ফেরেন মুশফিক। তিনিই ম্যাচসেরা।
সংক্ষিপ্ত স্কোর-
রাজশাহী রয়্যালস: ২০ ওভারে ১৮৯/৪ (লিটন ১৯, জাজাই ১, আফিফ ১৯, মালিক ৮৭, বোপারা ৪০*, রাসেল ১৩*; মিরাজ ২-০-১৭-০, আমির ৪-০-৩৬-২, ফ্রাইলিঙ্ক ৪-০-২৯-১, শহিদুল ৪-০-৩৫-১, আমিনুল ২-০-৩০-০)
খুলনা টাইগারস: ১৯.৪ ওভারে ১৯২/৫ (শান্ত ০, গুরবাজ ৭, রুশো ৪২, মুশফিক ৯৬, শামসুর ২৯, ফ্রাইলিঙ্ক ১৪*, শহিদুল ০*; রাসেল ৪-০-৪১-২, রাব্বি ২-০-১৮-১, আফিফ ৩-০-২৪-১, আবু জায়েদ ১-০-৭-০, মালিক ২-০-১৪-০, বোপারা ২.৪-০-৩২-০, কাপালী ৩-০-৩১-০, তাইজুল ১-০-১১-০ ফরহাদ ১-০-১৪-০)
ফল: খুলনা টাইগার্স ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুশফিকুর রহিম
Discussion about this post