প্রথমবারের মতো দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাওয়ার ছাড়পত্র পেয়ে গেছেন এই অলরাউন্ডার। ২৭ জুলাই রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়বেনতিনি।
মিরাজ সিপিএলে খেলবেন ত্রিনবাগো নাইট রাইডার্সে। তার আগেই অবশ্য এই টুর্নামেন্টে খেলা নিশ্চিত হয়েছে সাকিব আল হাসানের। তিনি খেলবেন জ্যামাইকা তালাওয়াহসে। মিরাজের একদিন পর ঢাকা ছাড়ার কথা এই অলরাউন্ডারের। এবার নিয়ে তৃতীয়বার সিপিএলে খেলবেন সাকিব।
এবারের সিপিএল আসর শুরু হবে ৪ অগাস্ট। প্রথমেই মিরাজের দল লড়বে সেন্ট লুসিয়া স্টার্সের সঙ্গে। এমন সুযোগ পেয়ে যারপরনাই উচ্ছসিত মিরাজ। বলছিলেন, ‘আমি দারুণ খুশি। অনেক ভালো ভালো ক্রিকেটারের সঙ্গে খেলতে পারব এই টুর্নামেন্টে।’ অজি ক্রিকেটার ব্র্যাড হজ না খেলায় সুযোগ মিলে গেল মিরাজের।
যদিও টাইগার অলরাউন্ডার পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন না। অস্ট্রেলিয়া সিরিজের আগেই ফিরতে হবে তাকে। ১৫ আগষ্ট পর্যন্ত অনাপত্তিপত্র পেয়েছেন। ৫টি ম্যাচ হয়তো খেলার সুযোগ পাবেন তিনি।
সাকিব ছাড়াও এর আগে ক্যারিবিয়ান লিগে খেলার সুযোগ পেয়েছেন তামিম ইকবাল।এবার যোগ হবে মিরাজের নাম।
Discussion about this post