সেই একই গল্প। ম্যাচ মিসে সর্বনাশ। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারাল নিউজিল্যান্ড। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সফরকারীরা ৬ উইকেটে করে ২৭১ রান। জবাবে অধিনায়ক টম ল্যাথামের সেঞ্চুরিতে অনায়াস জয় নিউজিল্যান্ডের।
আগের ম্যাচে হতাশায় ডুবালেও এবার বাংলাদেশের ব্যাটসম্যানরা রান পেলেন। বোলাররাও লড়লেন। কিন্তু ফিল্ডিংয়ে হতাশ দল। ক্যাচ ড্রপের সঙ্গে সরাসরি থ্রোয়ে রান আউট করার দু-তিনটি সুযোগও হাতছাড়া। একইসঙ্গে ম্যাচও শেষ!
এর আগে তামিম ইকবালের ৭৮ ও মোহাম্মদ মিঠুনের ক্যারিয়ার সেরা ৭৩ রানে ভাল পুঁজি পায় দল। বাংলাদেশকে ৫০ ওভারে করে ২৭১ রান। আর সেই সংগ্রহ নিউজিল্যান্ড ১০ বল বাকি রেখেই ৫ উইকেটে তুলে ফেলে।
হ্যাগলি ওভালে রেকর্ড গড়ে জিতল কিউইরা। এখানে ২৬০ রানের বেশি তাড়া করে জয় এবারই প্রথম। এখানে নেতৃত্ব দিলেন খোদ অধিনায়ক টম ল্যাথাম। ১১০ রানের অপরাজিত ইনিংস খেলে প্রথম দিন-রাতের ম্যাচে জেতালেন দলকে।
ম্যাচে ১০.৫ ওভারে ৫৩ রান তুলতেই নিউজিল্যান্ড হারায় ৩ উইকেট। এরপর দৃশ্যপট পাল্টে দেন ডেভন কনওয়ে ও টম ল্যাথাম। ব্যাটে দাপটে এগিয়ে যান তারা। অবশ্য বাংলাদেশের ফিল্ডারদের বদন্যতাও ছিল। মুশফিকুর রহিম ছেড়েছেন জিমি নিশামের তুলে দেওয়া ক্যাচ। নিশাম ৩ রানে জীবন পেয়ে করেন ৩০।
টম ল্যাথাম প্রাণ পেলেন দু’বার। প্রথমে ক্যাচ ছাড়লেন মোহাম্মদ মিঠুন। এরপর বোলার মেহেদী হাসান। জীবন পেয়ে তুলে নিলেন শতরান। দলকে জয় এনে দিয়ে তবেই ফিরেন অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭১/৬ (তামিম ৭৮, লিটন ০, সৌম্য ৩২, মুশফিক ৩৪, মিঠুন ৭৩*, মাহমুদউল্লাহ ১৬, মেহেদি ৭, সাইফ ৭*; বোল্ট ১০-০-৪৯-১, হেনরি ১০-৩-৪৮-১, জেমিসন ১০-২-৩৬-১, নিশাম ৯-০-৭৩-০, স্যান্টনার ১০-০-৫১-২, মিচেল ১-০-৮-০)।
নিউজিল্যান্ড: ৪৮.২ ওভারে ২৭৫/৫ (গাপটিল ২০, নিকোলস ১৩, কনওয়ে ৭২, ইয়াং ১, ল্যাথাম ১১০*, নিশাম ৩০, মিচেল ১২*; মুস্তাফিজ ৮.৩-০-৬২-২, তাসকিন ১০-০-৬৭-০, মেহেদি ১০-২-৪২-২, সাইফ ৭.২-০-৪৩-০, মিরাজ ১০-১-৩৮-০, মিঠুন ২-০-১২-০, সৌম্য ০.৩-০-৭-০)।
ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-০তে এগিয়ে।
ম্যাচসেরা: টম ল্যাথাম।
Bangladesh lost by 5 wickets.#BANvNZ #RiseOfTheTigers pic.twitter.com/1ITX0qb1i1
— Bangladesh Cricket (@BCBtigers) March 23, 2021
Discussion about this post