ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ পর্যন্ত সেই কোয়ারেন্টিন ইস্যুতেই বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ পড়েছে হুমকির মুখে। কেননা গত মঙ্গলবার বাংলাদেশের দেওয়া প্রস্তাবনা নিয়ে আলোচনা বসে কোন সুরাহা খুঁজে পায়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার এমনটাই জানিয়েছে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এপিডেমিওলজি ইউনিটের প্রধান চিকিৎসক সুদাথ সামারাবীরা জানিয়েছেন।
করোনা প্রতিরোধে গঠিত শ্রীলঙ্কার জাতীয় কমিটি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এতে সিদ্ধান্ত হয়, সফরকারী কোনো ব্যক্তির ক্ষেত্রেই কোয়ারেন্টিন শিথিল করা হবে না।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মার্চের শুরু থেকে কারফিউ জারি করে শ্রীলঙ্কা। দেশটির সরকার এরইমধ্যে জানিয়েছে অন্য দেশ থেকে কেউ আসলে তাকে আগে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন করতে হবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লঙ্কানদের এ প্রস্তাব মানতে পারেনি। যে কারণে সংস্থাটির কাছে নিজেদের প্রস্তাব পাঠায় বিসিবি। নতুন করে আলোচনায় বসে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু ঐ দুই পক্ষের আলোচনায় কোন সুখবর পাচ্ছে না বাংলাদেশ। আর তাই মুমিনুলদের লঙ্কা সফর পড়েছে হুমকিতে।
লঙ্কান বোর্ডের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, কোনভাবেই নিজেদের নীতিমালা থেকে সরে এসে ১৪ দিনের কোয়ারেন্টির পর্বের শর্ত শিথিল করা হবে না। এ ব্যাপারে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এপিডেমিওলজি ইউনিটের প্রধান চিকিৎসক সুদাথ সামারাবীরা জানিয়েছেন, ‘আমাদের আগের অবস্থানে কোনো পরিবর্তন আসছে না। বাংলাদেশ দল যদি শ্রীলঙ্কায় খেলতে চায়, তাহলে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টিন পালন করতে হবে। শ্রীলঙ্কায় পা রাখার পর থেকেই তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।’
এর একদিন আগে জানা গিয়েছিল লঙ্কানরা কোয়ারেন্টিন ইস্যুতে বাংলাদেশকে ছাড় দিচ্ছে। এজন্য এবার বিসিবিকে তারা প্রস্তাব দেবে
বাংলাদেশে ৭ দিন ও শ্রীলঙ্কা ৭ দিন কোয়ারেন্টিন পালনের। কিন্তু একদিন না যেতেই এ ব্যাপারটিও স্পষ্ট হয়ে গেল শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এপিডেমিওলজি ইউনিটের প্রধান চিকিৎসক সুদাথ সামারাবীরার কথাতেই। তাই টাইগারদের লঙ্কা সফর পড়ে গেল চরম অনিশ্চয়তায়।
Discussion about this post