পুরো টুর্নামেন্টের মতো ফাইনালেও কথা বলল তার ব্যাট। শ্রীলঙ্কার বিপক্ষে অন্য সতীর্থরা যখন ব্যাটে বল ছোঁয়াতেই পারছিলেন না, তখন তিনি সাবলীল। রান করেই যাচ্ছেন। শেষপর্যন্ত ৫৮ বলে করলেন ৭৭। কিন্তু তার ইনিংস জেতাতে পারল না ভারতকে।
আসলে ১৩০ রান নিয়ে কী আর লড়াই করা যায়?
এবারের আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের পুরোটাতেই একই ছন্দে ব্যাট চালালেন কোহলি। তার ‘বিরাট’ ব্যাটে একের পর এক জয় পেল দল। কথা দিয়েছিলেন শিরোপা নিয়েই বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন। কিন্তু কুমার সাঙ্গাকারাদের সঙ্গে পেরে উঠা হল না!
তাতে কী দল ব্যর্থ হলেও তিনি তো সফল। এবারের বিশ্বকাপের সেরা ক্রিকেটার হলেন বিরাট কোহলি।
৬ ম্যাচে তার ব্যাট থেকে এলো ৩১৯ রান। গড় ১০৬.৩৩। স্ট্রাইকরেট ১২৯.১৪। তিনি সেরা না হলে কে হবেন?
ফাইনাল শেষে তাইতো ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলছিলেন, ‘বেশ কয়েক বছর ধরেই ও অসাধারণ খেলছে। আমি পরিস্কার দেখতে পাচ্ছি ও অনেক দুর যাবে।’
এই টি-টুয়েন্টি বিশ্বকাপে কোহলির ইনিংস
রান প্রতিপক্ষ
৩৬* পাকিস্তান
৫৪ ওয়েস্ট ইন্ডিজ
৫৭* বাংলাদেশ
২৩ অস্ট্রেলিয়া
৭২* দক্ষিণ আফ্রিকা
৭৭ শ্রীলঙ্কা
http://youtu.be/6JxWRDsZArk
Discussion about this post