ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বুধবার ক্রাইস্টচার্চে পৌঁছে করোনা পরীক্ষা দিয়ে সোজা কোয়ারেন্টিনে ঢুকেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে টানা ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তামিম ইকবালদের। এরমধ্যে প্রথম রুমবন্দী থাকার কথা এক সপ্তাহ। তবে শুক্রবার ক্রাইস্টচার্চের হোটেলের গার্ডেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আধা ঘণ্টার হাঁটার সুযোগ পান ক্রিকেটার-অফিসিয়ালরা! তাতে অবশ্য মন ভরেনি রুবেল হোসেন-সৌম্য সরকারদের। এজন্য তারা বিরক্তিকর এ সময়গুলো কাটাচ্ছে আড্ডায়। যা আজ প্রকাশ পেয়েছে রুবেল হোসেনের ফেসবুক স্ট্যাটাসে।
নিউজিল্যান্ডে কোয়ারেন্টিনকালে কারও সঙেবগ মেশার সুযোগ নেই টাইগারদের। তাই হোটেল রুমে বন্দি ক্রিকেটারদের হাতে বিস্তর সময়। এই সময়টা তাদের কাটছে ফোনে পরিবার-পরিজনের সাথে কথা বলে, রুমের মধ্যে ফিটনেস অনুশীলন করে।
শনিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে রুবেল একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘কোয়ারেন্টাইন এর মাঝেও টিমমেটদের সাথে আড্ডা।’
আগামী ২০ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াই। প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। এরপর ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডেটি ২৬ মার্চ ওয়েলিংটনে।
এদিকে ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ হ্যামিল্টনে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে নেপিয়ারে ৩০ মার্চ। অকল্যান্ডে ১ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
Discussion about this post