ক্রিকেটারদের মিলন মেলা বসেছিল। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণসভা (এজিএম) ও কাউন্সিলকে ঘিরে মিরপুরের শেরেবাংলায় ছিল আনন্দ উৎসব। প্রতিষ্ঠার পর এবারই প্রথম আনুষ্ঠানিক এজিএম ও কাউন্সিল হয়েছে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় শনিবার এজিএম ও কাউন্সিল হলেও পুরোনো নেতৃত্বই থেকেছে।
সভাপতি হিসেবে থাকলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল। সেই ২০১৪ সাল থেকে এই পদে রয়েছেন তারা। নতুন মেয়াদের আরও চার বছর দায়িত্ব পালন করবেন দু’জন। তারা যদিও পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন নি!
শনিবার সকাল সাড়ে ১১টায় এজিএম শুরু হয়। এজিএমের কার্যক্রম শেষে বক্তব্য রাখেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘এই সব জায়গাতেও কিন্তু অনেক সময় দিতে হয়। এইসব সংগঠনে সময় না দেওয়া হলে চালানো কঠিন। তাই আমি বলবো যারাই আছেন সময় দেওয়া আরও বাড়াতে হবে।’
এদিন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু আনুষ্ঠানিকভাবে কোয়াবের প্রেসিডেন্ট-সেক্রেটারি হিসেবে দুর্জয়-দেবব্রতর নাম প্রস্তাব করেন। উপস্থিত সকলের সায় পেয়ে টিটু পুনরায় সভাপতি হিসেবে দুর্জয় ও সাধা্রণ সম্পাদক হিসেবে দেবব্রতর নাম ঘোষণা করেন।
এর আগে কোয়াবে নারী ক্রিকেটারদের অন্তর্ভুক্তি ছিল না। এখন থেকে পুরুষ ক্রিকেটারদের মতো নারী ক্রিকেটরাররা কোয়াবের সদস্য হিসেবে সব সুযোগ-সুবিধা পাবেন। এজিএম ও কাউন্সিলে উপস্থিত ছিলেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ বেশ কয়েকজন নারী ক্রিকেটার।
শনিবার এজিএমে কোয়াবের গঠনতন্ত্রে সংশোধনী এনে আরও ৮টি পদ বাড়ানো হয়েছে। এত দিন ধরে কোয়াবের কার্যনির্বাহী কমিটি ছিল ১১ জনের। ১ জন সভাপতি, ৪ জন সহ সভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ২ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১ জন সাংগঠনিক সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ ও ১ জন সহ কোষাধ্যক্ষের সঙ্গে ৬ জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ২ জন সদস্য রাখা হবে কমিটিতে। দুই মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি দেওয়ার কথা রয়েছে।
ফেডারেশন অব ইন্টারন্যাশন্যাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) সভাপতি লিসা স্টালেকার বাংলাদেশ সফরে আসছেন রোববার। বিশ্বজুড়ে থাকা এইসব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মূল প্রতিষ্ঠান ফিকা।
Discussion about this post