ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাট হাতে আগেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। অনেকেই বলছেন একদিন ব্যাটিংয়ের সব রেকর্ডই হবে তার। আর অধিনায়ক হিসেবেও কম যাচ্ছেন কোথায়? এবার তো নতুন উচ্চতায় উঠে গেলেন তিনি। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডে মহেন্দ্র সিং ধোনির পাশে ছিলেন বিরাট কোহলি। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানে হারায় ভারত। ২-০ ব্যবধানে সিরিজ জেতাটাও নিশ্চিত হয়ে গেছে সফরকারীদের।
সঙ্গে কোহলি উঠে গেলেন শীর্ষে। কোহলির নেতৃত্বে টেস্টে ২৮টি জয় পেয়েছে ভারত। এরই পথ ধরে ভাঙেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ২৭ টেস্টে জয়ের রেকর্ড! জ্যামাইকা টেস্ট জিতে তাকে টপকে এখন ক্রিকেটের দীর্ঘতম পরিসরে দলটির সবচেয়ে সফল অধিনায়ক এখন কোহলি। সৌরভ গাঙ্গুলি ২১ টেস্ট জিতে এখন তিন নম্বরে। মোহাম্মদ আজহারউদ্দিন ১৪টি টেস্টে জয় পেয়েছিলেন।
কিংস্টনে ৪৬৮ রানের লক্ষ্য নেমে ওয়েস্ট ইন্ডিজ ২১০ রানে অলআউট। ২৫৭ রানের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। কোহলি তার নেতৃত্বের ম্যাজিকটা দেখিয়ে গেলেন আরও একবার। প্রশ্ন এখন একটাই আর কতো দূর যাবেন তিনি। বয়স মাত্র ৩০। এখনো ক্যারিয়ারের অনেকটা পথ বাকি ক্যাপ্টেন কোহলির!
Discussion about this post