ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্রিকেট থেকে অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। গত বছর বিশ্বকাপের পর থেকেই আছেন মাঠের বাইরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে ফেরার কথা থাকলেও করোনাভাইরাস সবকিছুই পাল্টে দিয়েছে। পিছিয়ে গেছে ফেরা। আর এখন তো বাইরে নিজের মতো করে বের হওয়ারও সুযোগ নেই।
এমন সময়ে একান্তে সময় কাটছে ধোনির। রাঁচিতে নিজ বাড়িতে, স্ত্রী ও মেয়ের সঙ্গে ভালই আছেন ভারতের সাবেক অধিনায়ক। বিশাল বাড়িতে আনন্দেই সময় কাটছে। এরমধ্যে পাওয়া গেল ‘কৃষক’ মহেন্দ্র সিং ধোনিকে।
তিনটি বৈশ্বিক ট্রফি জেতা অধিনায়ক রীতিমতো কৃষক বনে গেলেন। ট্রাক্টর চালাচ্ছেন নিজের ফার্ম হাউজে।
টুইটারে ‘এমএস ধোনি ফ্যানস অফিশিয়াল’ নামের পেজে দেখা মিলল তেমনই এক ছবি। ধোনির ছাষ করার করার ছবি-ভিডিও রীতিমতো ভাইরাল। নিজের ফার্ম হাউজে ট্রাক্টর চালাচ্ছেন ধোনি, জমিতে ‘লাঙল’ দিচ্ছেন!
সব মিলিয়ে সময়টা ভাল কাটছে। তবে তিনি কবে ফিরবেন তা নিয়ে প্রশ্ন থাকছেই। উত্তর মিলছে না।
যতো দিন যাচ্ছে মনে হচ্ছে ভারতীয় দলে ফেরার সম্ভাবনা কমছে। এরইমধ্যে বাদ পড়েছেন- ভারতীয় ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় চুক্তি থেকে। তবে তাকে ফের আরেকটি সুযোগ দেওয়ার দাবিও আছে। অতীত ক্যারিয়ারই এগিয়ে দিচ্ছে এই কিংবদন্তিকে।
Discussion about this post