এক সময় তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ। কিন্তু ২০১৯ বিশ্বকাপের পর বাংলাদেশ ছাড়েন ইংলিশ কোচ স্টিভ রোডস। প্রায় তিন বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে কাজ করতে ঢাকায় তিনি। অবশ্য দলটির প্রধান কোচ থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন। এ অবস্থায় রোডসের অবস্থান কী তা জানা যায়নি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স জানিয়েছে, রোডস গত পরশু ঢাকায় এসেছেন। কোচ সালাউদ্দিনের সঙ্গে এই কোচ কোন ভূমিকায় কাজ করবেন, সেটি কয়েক দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।
দুই বছরের জন্য ২০১৮ সালে বাংলাদেশ দলের দায়িত্ব পেলেন রোডস। তার সময়ে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেবার তিন জাতির টুর্নামেন্টের শিরোপা পায়। কিন্তু ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমি-ফাইনালে তুলতে না পারায় চাকরি হারান।
রোডস ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১১ টেস্ট আর ৯ ওয়ানডে খেলেছেন। কাউন্টি দল উস্টারশায়ারের হয়ে ১৯৮৫ থেকে ২০০৪ সাল অব্দি ২০ বছর খেলেন।
এদিকে কুমিল্লায় রোডসের ভূমিকা নিয়ে কোচ সালাহউদ্দিন বলেন, ‘দেখুন, ভালো কিছু পেলে, দলের লাভ হলে তো খারাপ কিছু না। উনি অনেক অভিজ্ঞ, বাংলাদেশেরও প্রধান কোচ ছিলেন। বাংলাদেশের অন্যতম সফল কোচ। তার মাথা থেকে অনেক ভালো কিছু আসতে পারে। আমাকে হয়তো অনেক ভালো তথ্য দেবে, হয়তো ভালো কিছু শিখতে পারব আমি।’
এবারের কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল –
সরাসরি চুক্তি: মোস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা), মঈন আলী (ইংল্যান্ড) ও সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)
ড্রাফট থেকে দেশি: লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম, পারভেজ হোসেন, আবু হায়দার ও মেহেদী হাসান
ড্রাফট থেকে বিদেশি: কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), ওশান টমাস (ওয়েস্ট ইন্ডিজ)
Discussion about this post