দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। একই সঙ্গে টেস্ট দলের অধিনায়ক। উইকেটের পেছনের দায়িত্বটাও তার কাঁধে। হয়ত এই তিন কাজ মুশফিকুর রহীমকে ফেলেছে বাড়তি চাপে। তা না হলে গত কয়েকটি সিরিজে এই ডানহাতির উইকেট কিপিংয়ের চিত্রটা ছিল বেশ হতাশাজনক। তাইতো প্রশ্ন উঠেছে বারবার। মুশফিক রাজী হলে তার বিকল্প খুঁজবে বিসিবি। মুশফিকের কোর্টে বল ঠেলে দিলেন বাংলাদেশ ক্রিকেটের অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিকের উইকেট কিপিং নিয়ে আকরাম সংবাদমাধ্যমকে বললেন, ‘দেখুন আমরা শেষ যে টেস্টটা খেলেছি। ওখানে কিন্তু আমরা পাঁচ দিনেই ভালো খেলেছি। মাঠে কিন্তু অধিকাংশ সময় মুশফিকই ছিলো। ১৬০ ওভার ও ফিল্ডিং করেছে। তারপর সে ব্যাটিংয়ে সেঞ্চুরি করলো। তারপর আবার ও ফিল্ডিং করলো। এখন ব্যাপারটা হলো ওর পরিকল্পনা কি। ও কি চাচ্ছে? আমি মনে করি যে, আমাদের ওর উপর আস্থা রাখা। এটা আমাদের আগেই থেকেই রয়েছে। তারপরও ওর মতামতটা খুবই দরকার। ১০০% ও যেটা চাই সেটাই আমরা করব।’
এদিকে ভারত সফরে মুশফিকের কিপিং ও অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠার পর তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন, এই তিন দায়িত্ব পালনে তার কোনো সমস্যা নেই। তাছাড়া ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংটা উপেভাগ করেন তিনি। তারপর ও বোর্ড যেটা চাই সেটাই করবেন মুশি।
তবে এই ব্যাপারটি নিয়ে দ্রুত কিছু করতে চাচ্ছে না বোর্ড। সব কিছুই মুশফিকের সিদ্ধান্তের ওপরই হবে। যেমনটা বলছিলেন আকরাম, ‘ও ছুটিতে রয়েছে। একটু আরাম করুক। ব্যাপারটি নিয়ে এখনই বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই। এখানে ওর মতামতটাই গুরুত্বপূর্ন। ও কি বলতে চাচ্ছে। ও যদি বলে হ্যাঁ আমি ক্লান্ত হচ্ছি বা আমার মনোসংযোগে সমস্যা হচ্ছে। কিপিং, অধিনায়কত্ব, ব্যাটিং তিনটাই কিন্তু ওকে করতে হচ্ছে। আমরা আপাতত এটা নিয়ে ভাবতে পারি। তবে ও কি বলে, সেটা না জেনে এখনই কিছু বলা আমাদের ঠিক হবে না।
Discussion about this post