ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় দলে সাত মাস পর ফিরেছেন তিনি। ফেরাটা স্মরণীয় করে রাখতে চাইছেন মোহাম্মদ মিথুন। জাতীয় দলে জুনিয়ররা দ্বায়িত্ব নিতে পারছে না, এই দুর্নামটা এবার ঘোচাতে চান তিনি। তার বিশ্বাস এশিয়া কাপে ঠিকই ছন্দে ফিরবে সবাই। রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘দেখুন, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আমরা যারা খেলবো তারা যদি অবদান রাখতে পারি, তবে অবশ্যই সহজেই দ্বিতীয় রাউন্ডে যেতে পারবো। একই সঙ্গে চূড়ান্ত অর্জনেও পৌঁছাতে পারব।’
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। এশিয়া কাপে শিরোপায় চোখ রেখেই নামবে টাইগাররা। মিরপুরে অনুশীলন শেষে ২৭ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘টুর্নামেন্টে আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। প্রথম ধাপ গ্রুপ পর্ব পার হওয়াটা গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই আশাবাদী। ওয়ানডেতে বাংলাদেশ যথেষ্ট ভালো একটা দল। গত চার বছর ধরে ভাল করছি আমরা। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আমরা যারা জুনিয়ররা আছি, তারা যদি অবদান রাখতে পারি তাহলে আমার কাছে মনে হয় ভালো হবে।’
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফরে ব্যাট হাতে সাফল্য পেয়েছেন। তারপরই আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের শেষ দুম্যাচে তিনি করেন ৫১ বলে ৮৭ ও ৭৩ বলে ৭৩ রান। তারপরই ৭ মাস পর ডাক পেলেন জাতীয় দলে। এবার কিছু করতে চান তিনি। মিথুন জানালেন, ‘আমরা যদি শুরুটা ভালো পাই ও একটি দল হিসেবে আত্মবিশ্বাসী থাকি এবং যদি প্রথম ধাপটি ভালোভাবে উৎরাতে পারি তাহলে ভালো হবে। ক্রিকেট হচ্ছে একটি দিনের খেলা। যে দিনটি যাদের ভালো যাবে তাদের পক্ষে ফলাফল আসবে। অবশ্যই সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব।’
দলের প্রয়োজনে যে কোন পজিশনে নামতে প্রস্তুত মিথুন। বলেন, ‘দলের স্বার্থে সব জায়গার জন্যই প্রস্তুত থাকতে হবে। যেখানেই আমি খেলব, চেষ্টা করব শতভাগ দেয়ার এবং চাইব আমাকে দিয়ে যেন দল উপকৃত হয়। তাছাড়া এটা জানি মানুষের জীবন সবসময় একরকম যায় না। সব চেষ্টা যে সফল হবে সেটাও না। আমরা চেষ্টা করতে পারি আমাদের ক্যারিয়ার কীভাবে আরও সুন্দর করা যায়।’
এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ১৫ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্ট। এর আগে ৯ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
Discussion about this post