ডাবলিনের উইকেটে টস হেরে ব্যাটিংয়ে নামাটা শাপেবর হতে পারতো বাংলাদেশের জন্য। কেননা, এই উইকেটে একটু দেখে-শুনে খেললেই ৫০ ওভারে রান তিনশ ছাড়িয়ে যাওয়া সম্ভব ছিল। কিন্তু বুধবার বাংলাদেশ তুলল মাত্র ২৫৭। তার জবাব দিতে নেমে ভুল করেনি নিউজিল্যান্ড। একেবারে ঠান্ডা মাথায় ৬ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষে। এনিয়ে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে আয়ারল্যান্ডের পর টাইগারদেরও হারাল কিউইরা।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে করে ২৫৭ রান। জবাব দিতে নেমে ৪৭.৩ ওভারে জয়ের বন্দরে পা রাখে নিউজিল্যান্ড।
ম্যাচে টাইগাররা হারলেও দুর্দ্যান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ৯ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তাসকিন আহমেদের জায়গায় মাঠে নামা রুবেল হোসেন নেন সমান ২ উইকেট।
এর আগে ভালো শুরুর পরও নিউজিল্যান্ডের বিপক্ষে পথ হারায় বাংলাদেশ।তবে সৌম্য সরকার, মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদের তিন হাফসেঞ্চুরিতে মোটামুটি একটা স্কোর পায় দল। ত্রিদেশীয় ক্রিকেটে শুক্রবার আয়ারল্যান্ডের সঙ্গে লড়বে মাশরাফির দল। দু’ দলের মধ্যেকার প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৫৭/৯ (তামিম ২৩, সৌম্য ৬১, সাব্বির ১, মুশফিক ৫৫, সাকিব ৬, মাহমুদউল্লাহ ৫১, মোসাদ্দেক ৪১, মিরাজ ৬, মাশরাফি ১, রুবেল ০*, মুস্তাফিজ ০*; রান্স ০/৬৬, বেনেট ৩/৩১, স্যান্টনার ১/৩৭, নিশাম ২/৬৮, সোধি ২/৪০, মানরো ০/১৪)।
নিউজিল্যান্ড: ৪৭.৩ ওভারে ২৫৮/৬ (ল্যাথাম ৫৪, রনকি ২৭, ওয়ার্কার ১৭, টেইলর ২৫, ব্রুম ৪৮, নিশাম ৫২, মানরো ১৬*, স্যান্টনার ৫*; মাশরাফি ১/৫৮, সাকিব ০/৫০, মুস্তাফিজ ২/৩৩, মিরাজ ০/৪৫, মাহমুদউল্লাহ ০/৮, মোসাদ্দেক ০/৭, রুবেল ২/৫৩)।
ফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জেমস নিশাম।
Discussion about this post