অনেক প্রতীক্ষার বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম শুরু হয়েছে। বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে শনিবার থেকে ২৩ ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে এই ক্যাম্প। যখন ক্যাম্প থাকবে না তখনও এই দলের ক্রিকেটাররা কোচিং স্টাফদের সহায়তা পাবেন। আর দলটাকে যত্ন নিতে থাকবেন গ্যারি কারস্টেনের মতো কিংবদন্তি কোচ। দক্ষিণ আফ্রিকা সফরে তামিম ইকবালের নেতৃত্বে যখন ওয়ানডে সিরিজ খেলবে তখন মুমিনুল হকের টেস্ট দলের সদস্যরা তখন করবেন অনুশীলন। কেপটাউনে কারস্টেনের একাডেমিতে চলবে অনুশীলন।
দক্ষিণ আফ্রিকায় প্রথমে ওয়ানডে সিরিজ। এর ১২ দিন পর শুরু টেস্ট সিরিজ। তবে দুই দলই থাকবে একসঙ্গে। ওয়ানডে দলের ক্রিকেটাররা উঠবেন জোহানেসবার্গ। টেস্ট দলের অন্যরা দুই সপ্তাহের ক্যাম্প চালিয়ে যাবেন কারস্টেনের একাডেমিতে।
বাংলাদেশ টাইগার্সের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানান যখন ক্যাম্প চলবে না, ক্রিকেটাররা টুর্নামেন্টে ব্যস্ত থাকবেন তখনও কোচরা তাদের নজরে রাখবে। তিনি বলেন, ‘দেখুন ১৫ মার্চ থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে, তখন সকলে এখানে খেলবে। আমাদের এখানে ৮ জন লোকাল কোচ জড়িত আছেন, তারা সবাই ঢাকা প্রিমিয়ার লিগে বিভিন্ন দলের সঙ্গে কোচিং করে। আমরা একটা রোস্টার করে দেব। সেই কোচরা আমাদের এখানে যে সকল ক্রিকেটার জড়িত আছে, তাদের যে কাজগুলো করা হচ্ছে, তাদের যে ফোকাসটা করা হচ্ছে, পেসারদের জন্য ডেথ বোলিং, শর্ট ফর্ম্যাটের জন্য পাওয়ার হিটিংয়ের কাজ করছে, তাদের সাথে ওই সময় মনিটরিংয়ে থাকবে।’
আগেই জানা গেছে-বাংলাদেশ টাইগার্স কোচিং প্যানেলের নেতৃত্বে আছেন মিজানুর রহমান বাবুল। ফিল্ডিং কোচ ফয়সাল হোসেন ডিকেন্স ও কুকি প্যাটেল, বোলিং কোচ চম্পাকা রামানায়েক, স্পিন কোচ মো. সোহেল, ব্যাটিং কোচ আফতাব আহমেদ ও আশিক মজুমদার। পেস বোলিং কোচ হিসেবে আছেন তালহা জুবায়ের ও নাজমুল হাসান। কিপিং কোচ এবং ভিডিও অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু। ট্রেনার হিসেবে আছেন ইয়াকুব চৌধুরী।
গণমাধ্যমে কাজী ইনাম বলেন, ‘আমাদের ক্রিকেট সিজন যেটা চলে এনসিএল, বিসিএল, বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ সে সময় খেলোয়াড়রা অনুশীলনের মধ্যে থাকে। এর বাইরে অফ সিজনে তাদের একটা অনুশীলন দরকার, সে কারণে আমাদের প্রধান চিন্তাটা ছিল। আমাদের জাতীয় দলের অনেক খেলোয়াড় আছে তারা অনেকসময় একটা ফরম্যাট খেলে আরেকটা খেলে না। এখন যে রকম ২৬ তারিখ আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে, আফগানিস্তান সিরিজ চলছে, সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টির ক্রিকেটাররা খেলছে। কিন্তু আমাদের টেস্ট টিমের ৮ থেকে ১০ জন এই ট্যুরের মধ্যে নেই।’
বগুড়ায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প চলবে ৭ মার্চ অব্দি। তারপরই জাতীয় দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। এরমধ্যে ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট।
Discussion about this post