বাস্তবতাকে মেনে নিতে জানেন বলেই তার মধ্যে আবেগের বাড়াবাড়িটা কমই দেখা যায়। রোববার রাতে ভারতের বিপক্ষে নিদহাস ট্রফির ফাইনালে ৪ উইকেটের নাটকীয় হারের পরও নিজেকে ঠিকঠাক ধরে রাখলেন সাকিব আল হাসান। আরেকটি ফাইনালে স্বপ্নভঙ্গের পর হতাশা ঠিকই আছে কিন্তু ভেঙ্গে পড়েন নি বাংলাদেশ অধিনায়ক। শেষ বলে দিনেশ কার্তিকের ছক্কায় ভারত জিতে নিয়েছে ট্রফি।
তারপরও ইতিবাচক আছেন সাকিব। সংবাদ সম্মেলনে টাইগার ক্যাপ্টেন যেমনটা বললেন, ‘দেখুন, এখন কি করব? কেঁদে লাভ আছে? আবেগ থাকে, থাকতে পারে। কিন্তু এরকম পরিস্থিতিতে আসলে কিছু আর করার নেই। হয়তো শিখতে পারি। পরের বার আবার সুযোগ পেলে হয়তো চেষ্টা করতে পারি। আমরা বেশ কটি ফাইনাল হারলাম এ রকম। বেশিরভাগই ক্লোজ ছিল। সবচেয়ে ক্লোজ হয়েতা এশিয়া কাপেরটা (২০১২ সালে) ছিল, এটা হয়ত আরও ক্লোজ হলো। এভাবেই তো এগোচ্ছি আমরা!’
গত ৯ বছরে এবার সহ ৫টি ফাইনাল হারল বাংলাদেশ। চারটিতেই একেবারে জয়ের কাছে গিয়ে স্বপ্নভঙ্গ। যার মধ্যে ২০১২ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ২ রানের হার। এবার শেষ বলে ছক্কায় ট্রফি মিলল না।
কেন বারবার এমন হচ্ছে। সাকিব জানালেন, ‘দেখুন, এটা কি স্নায়ুর চাপ নাকি ভাগ্য, সেটা বলা মুশকিল। ধরেন, এক ওভারে ৯ রান দরকার ছিল (২০১২ এশিয়া কাপের ফাইনালে), খুব বেশি কিন্তু নয়। হয়নি। আবার আজকে শেষ বলে ৫ রান, বেশিরভাগ সময়ই করা যায় না। ১০ বারের মধ্যে হয়ত ৬-৭ বারই বোলার পারবে। শেষ ২ ওভারে ৩৫ রান থাকলেও বেশিরভাগ সময়ই বোলিং দলের জেতার কথা। স্রেফ হয়নি আজ। এটাকে আমি স্নায়ুর চাপ বলব না। ওদের ব্যাটসম্যান বেশি ভালো খেলেছে। ভাগ্যও ছিল না পক্ষে।’
Discussion about this post