এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি স্মরণীয় হয়ে থাকবে তামিম ইকবালের। ব্যাট হাতে দুর্দান্ত সাফল্য পেয়েছেন এই মারকুটে ওপেনার। তার পুরস্কারটাও মিলল। কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছেন এই টাইগার ব্যাটসম্যান। ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টে তামিমকে দলে চাইছে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। সবকিছু ঠিক থাকলে এসেক্স ঈগলসের হয়ে আসছে মৌসুমে মাঠে নামবেন তিনি।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন তামিম। তারপর ৯৫ রানের ইনিংস খেলার পরই তাকে প্রাথমিকভাবে প্রস্তাব দেয় এসেক্স। তারপর কথাবার্তা বেশ এগিয়েছে। তামিমকে আনুষ্ঠানিক চুক্তিপত্রও পাঠিয়েছে।
কিন্তু ব্যস্ত সূচির কারণে এই টি-টুয়েন্টি ব্লাস্টে তামিম খেলতে পারবেন কীনা তা নিয়ে শঙ্কা আছে। সঙ্গে শারীরিক ধকল তো আছেই। প্রায় দুই মাস দেশের থেকে ফিরে তিনি হয়তো বিশ্রামের কথাটাই সবার আগে ভাববেন।
এমনিতে ন্যাটওয়েস্ট টি-টুয়ন্টি ব্লাস্ট শুরু ৭ জুলাই। এটা খেলে অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে যোগ দিতে পারবেন তামিম। পুরো বিসয়টা অবশ্য তার উপর নির্ভর করছে।
খেললে তিনি অধিনায়ক হিসেবে পাবেন রায়ান টেন ডেসকাটকে।এছাড়া দলে আছেন- অ্যালেস্টার কুক, রবি বোপারা, আসহার জাইদি, জেমস ফস্টারদের।
এর আগে ২০১১ সালে ইংল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টিতে নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছিলেন তামিম।তখন ৪ ইনিংসে করেন ২৯৩ রান।
Discussion about this post