কলম্বোয় সোমবার দ্বিতীয় যুব ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। প্রথম ম্যাচের হার ভুলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে তামিমের দল।
শ্রীলঙ্কাকে ২১১ রানে অলআউট করার পর মাত্র ৩৪.৩ ওভারে, হাতে ৯৩ বল রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগার যুবারা। মূল নায়ক ছিলেন দুইজন-পেসার আল ফাহাদ এবং ব্যাটার জাওয়াদ আবরার।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল স্বাগতিকরা। তবে দ্রুতই ম্যাচের চিত্র বদলে দেন আল ফাহাদ। একাই শিকার করেন ৬ উইকেট, মাত্র ৪৪ রান খরচায়। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এটি তৃতীয় সেরা বোলিং ফিগার। তার আগুনঝরা স্পেলে ভেঙে পড়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ। চামিকা হিনাতিগালা (৫১) ও দিনুরা দামসিথ (৪৭) ছাড়া কেউ দাঁড়াতে পারেননি।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই আউট হন ওপেনার কামাল সিদ্দিকি। তবে এরপর ব্যাট হাতে ঝড় তোলেন জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ১৮০ রানের অবিচ্ছেদ্য জুটিতে ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।
আবরার খেলেন ক্যারিয়ারসেরা ১৩০ রানের ইনিংস (১০৬ বল, ১৪ চার, ৬ ছক্কা)। তামিমও অপরাজিত থাকেন ৬৯ রানে। এ জুটিই গড়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের দ্বিতীয় উইকেটের সর্বোচ্চ রানের রেকর্ড। আবরার আরও গড়েছেন এক ইনিংসে বাউন্ডারি থেকে সর্বোচ্চ রান তোলার রেকর্ড (৯২ রান)।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ৪৮.৫ ওভারে ২১১/১০ (সিগেরা ২৩, মাহাভিথানা ৩৯, ওয়েকুনাগোদা ৫, দিন্সারা ৭, হিনাতিগালা ৫১, দামসিথ ৪৭, গামাগে ৭, ভিদানাপাথিরানা ১০, নিমসারা ৯*, আকাশ ০, মাথুলান ০; ফাহাদ ৯.৫-১-৪৪-৬, ইকবাল ৭-০-৩৭-২, সামিউন ১০-১-২৮-১, ফারহান ৯-০-৩৯-০, দেবাশিষ ৩-০-১৫-০, আজিজুল ৮-০-২৬-১, রিজান ২-০-১৭-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৩৪.৩ ওভারে ২১৫/১ (জাওয়াদ ১৩০*, কালাম ৫, আজিজুল ৬৯*; মাথুলান ৬-০-৪৫-১, নিমসারা ৩-১-২৩-০, গামাগে ৫-০-২২-০, হিনাতিগালা ৪-০-২৮-০, আকাশ ৭-০-৩৮-০, সিগেরা ৫.৩-০-৩৪-০, ভিদানাপাথিরানা ৪-০-২১-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেটে জয়ী
সিরিজ: ৬ ম্যাচের সিরিজ ১-১ সমতা
Discussion about this post